Daily
১। ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা মোদীর। দেশের প্রত্যেকটি রাজ্যকে বিনাপয়সায় ভ্যাকসিন দেবে কেন্দ্র। কেউ বিনাপয়সায় ভ্যাকসিন নিতে না চাইলে বেসরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের ওপর ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।
২। নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৮ মাসে ৮০ কোটি মানুষ গরীব কল্যাণ অন্ন যোজনার সুবিধা পেয়েছেন। এই প্রকল্পের আওতায় থাকলে একজন প্রতিমাসে ৫ কেজি গম বা চাল পাবেন। এছাড়াও পরিবারপিছু দেওয়া হবে ১ কেজি ছোলা।
৩। এই বছরের মত বাতিল হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকাল নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে তবেই এই পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কিভাবে হবে সেই নিয়ে ৭ দিনের মধ্যে জানাবার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং বোর্ড কর্তাদের।
৪। নতুন রূপে আসতে চলেছে তৃণমূল। গতকালের সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন সদ্য দলের সাধারণ সম্পাদকের আসনে বসা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে তৃণমূলের পরবর্তী পরিকল্পনা।
৫। শীতলকুচির ঘটনা নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার বিজেপি কার্যালয়ের সামনে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পুলিশের রিপোর্ট ছিল দুষ্কৃতীরাই বন্দুক ছিনিয়ে নিতে গিয়েছিল। তাই গুলি চালান হয়। সত্যি ঘটনা সামনে আসার দাবিও জানান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
৬। অভিনব পদ্ধতিতে স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হল বাঁকুড়ায়। এবার আর গাড়ি নয়, সরাসরি ড্রোন। বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় মাঠ থেকে ড্রোনের মাধ্যমে শুরু হয় এলাকা স্যানিটাইজেশনের কাজ। ড্রোন ব্যবহার করার জন্য কম সময়ে অনেকটা এলাকা স্যানিটাইজ করা সম্ভব হবে। এরপর গোটা বাঁকুড়া লোকসভাকেই এভাবে স্যানিটাইজ করা হবে। বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় মাঠ থেকে ড্রোনের মাধ্যমে শুরু হয় এলাকা স্যানিটাইজেশনের কাজ।
৭। অশান্তির কেন্দ্রস্থল হয়ে উঠছে ভাটপাড়া। প্রতিদিনই ভাটপাড়া এবং সংলগ্ন অঞ্চলে হিংসার আবহাওয়া ছড়াচ্ছে। এবার সেই হিংসার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন ভাটপাড়ার এলাকাবাসী। পরিস্থিতির দিকে নজর রেখে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। কিন্তু পরিস্থিতি ঠান্ডা না হয়ে বরং ফের উত্তপ্ত হয়ে ওঠে। আবারও শুরু হয় বোমাবাজি।
৮। তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের মেয়াদ। বাড়িয়ে করা হল ১৪ জুন পর্যন্ত। ফল, সব্জির বাজার সহ মুদিখানার দোকানগুলিকে সরকারি নির্দেশনামা কঠোরভাবে মানতে বলা হয়েছে। যেকোন অত্যাবশ্যকীয় কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত।
৯। ১২ ঘণ্টার অনশন ধর্মঘট করলেন লাক্ষাদ্বীপের মানুষেরা। প্রশাসনের বিরুদ্ধে গিয়েই তাদের এই আন্দোলন। সরকারের নয়া নীতির বিরুদ্ধে এই আন্দোলনে যোগ দিলেন শিশু থেকে সকল বয়সী মানুষেরা। কেউ রয়েছেন প্ল্যাকার্ড হাতে কেউ বা দেখিয়েছেন কালো পতাকা।
১০। এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়ছে বর্ষা। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে। ভারি বজ্রপাতের কারণে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের।
ব্যুরো রিপোর্ট