Daily

১। রাজ্য জুড়ে চলা ভোট পরবর্তী হিংসার আবহেই কলকাতায় বিজেপির সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, সব্যসাচী দত্ত, শমীক ভট্টাচার্য, সৌমিত্র খাঁ সহ অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপবাবু। জানিয়েছেন, সরকারের উচিৎ এখন প্রত্যেককে সুরক্ষা করা।
২। এবার কামারহাটি মেডিকেল কলেজ এবং সাগরদত্ত হাসপাতালে দালাল চক্রের খবর। মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর পরিবারের থেকে। খবর পেয়ে সরেজমিনে দেখতে আসেন বিধায়ক মদন মিত্র। কড়া হুঁশিয়ারি দিয়েছেন দালাল চক্রের সঙ্গে যুক্ত অপরাধীদের। ল্যাম্পপোস্টে বেঁধে রাখার হুমকিও দিয়েছেন তিনি।
৩। সংক্রমণ ঠেকাতে এবার বড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের। আরও নতুন তিনটি সেফ হোম হচ্ছে কলকাতায়। সেফ হোম হচ্ছে ললিত গ্রেট ইস্টার্ন, গীতাঞ্জলী স্টেডিয়ামে এবং নেতাজি ইন্ডোরে।
৪। গত ৫ তারিখ নাগপুর থেকে দিল্লির উদ্দ্যেশ্যে একটি ট্রেন রওনা দেয় ৪৫০০০ লিটার দুধ নিয়ে। ট্রেনটি থামবে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে। লকডাউনের কারণে দিল্লিতে দুধের চাহিদা ব্যপক। তৈরি হয়েছে ঘাটতি। আর সেই ঘাটতি মেটাতেই দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা।
৫। ৭ তারিখ সুইজারল্যান্ড থেকে দিল্লি এসে পৌঁছল বিশেষ বিমান। করোনা চিকিৎসার বিভিন্ন পণ্য নিয়ে সেই বাম্ন এসে নাম্ল ভারতের মাটিতে। বিমানে নিয়ে আসা হয়েছে ৬০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৫০টি ভেন্টিলেটর সহ অন্যান্য মেডিক্যাল পণ্য। বিপৎকালীন পরিস্থিতিতে অন্যান্য দেশের মত ভারতের পাশে সুইজারল্যান্ড।
৬। করোনার ভয়াবহতা ঠেকাতে এবার সুইজারল্যান্ডের পর নেদারল্যান্ড। একইদিনে ভারতে এসে পৌঁছল নেদারল্যান্ডের বিমান। নিয়ে এল চিকিৎসার জন্য যাবতীয় মেডিকেল পণ্য। এই প্রথম নেদারল্যান্ড সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের দিকে। ৪৪৯টি ভেন্টিলেটর, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অন্যান্য পণ্য নিয়ে তারা ছুঁল ভারতের মাটি।
৭। টিকার কপিরাইট ছাড়তে রাজি হল আমেরিকা। জো বাইডেনের যুগান্তকারী এই সিদ্ধান্ত গোটা বিশ্বের কাছে সমাদৃত হলেও অসন্তোষ প্রকাশ করেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। যদিও কপিরাইট ছেড়ে দেওয়ায় বাড়বে টিকার উৎপাদন। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহ করতেও কোন সমস্যা হবে না।
৮। পায়রার পায়ে লাগানো আছে চিপ। সেই পায়রা ধরা পড়ল গুজরাটের ভদোদরায় বন দপ্তরের হাতে। একটা পায়ে লাগানো আছে সাধারন রিং তবে আরেকটি পায়ে রয়েছে ইলেক্ট্রনিক ডিভাইসের মত একটি চিপ। এখন সেটাই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পায়রাটি আপাতত বনদপ্তরের হেফাজতে রয়েছে।
৯। দিল্লির আরএমএল হাসপাতালে সশরীরে ভিজিট করে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। পিএম কেয়ার ফান্ড থেকেই আরএমএল হাসপাতালে বসানো হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। একদিকে দিল্লিতে যখন ব্যপকহারে বেড়ে উঠছিল অক্সিজেনের চাহিদা তখন অন্যদিকে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে বসানো অক্সিজেন প্ল্যান্ট দিল্লিবাসীর কাছে অনেকটাই স্বস্তির।
১০। দেশের ২৪টি রাজ্যে করোনার কারণে পজিটিভিটি রেট ১৫%-এরও বেশি। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, তামিলনারু, ছত্তিশগঢ়, পশ্চিমবঙ্গ এবং বিহারে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।