Daily
১। টানা ২ সপ্তাহ সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকার পর গত ১৩ মে’তে সংক্রমণ কমল বেশ কিছুটা। সংক্রমণের হার কিছুটা কমে। ১৩ তারিখ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩,৬২,৭২৭ জন। যদিও মৃত্যু হার কমেনি।
২। দেশে সংক্রমণের প্রকোপ কিছুটা কমলেও রাজ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। ১২ মে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৩৭৭ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
৩। কোভিড নিয়ে নতুন তথ্য শোনালেন ইজরায়েলের একদল গবেষক। তাঁরা জানিয়ে দিলেন, ডায়াবেটিস, হার্টের অসুখের পাশাপাশি কারুর যদি ওজন বেশি হয়, সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হবার সম্ভাবনাও থাকে অনেক বেশি। তাঁরা বলেছেন বিএমআই বা বডি মাস ইনডেক্স বৃদ্ধির সঙ্গে কোভিডে সংক্রমণের আশঙ্কা বাড়ে ২২%।
৪। সংক্রমণ লাগামছাড়া। তাই বিহারে বাড়ল লকডাউনের মেয়াদ। লকডাউন বহাল থাকবে ২৫ মে পর্যন্ত। এর আগে ১৫ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও আরও দশসিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমারের সরকার।
৫। অন্যান্য রাজ্যের মত জম্মু কাশ্মীরেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে সংক্রমণ। সংক্রমণে রাশ ধরতে সেখানেও ১৭ মে পর্যন্ত জারি করা হয়েছে লক ডাউন। আর তার জেরেই গোটা রাস্তাঘাট একেবারে শুনশান। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। মোতায়েন রয়েছে পুলিশ। রয়েছে কড়া নজরদারি।
৬। করোনা আক্রান্ত রোগীদের দোরগোড়ায় ওলা। রোগীদের বাড়ি পর্যন্ত অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিচ্ছে এই ক্যাব সংস্থা। তাও একেবারে বিনা ডেলিভারি চার্জে। কর্ণাটক সরকারের সঙ্গে একজোটে ওলা বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।
৭। ভারতের পাশে এবার জার্মানি, গ্রিস এবং ফিনল্যান্ড। দিল্লি এয়ারপোর্টে জার্মানি থেকে পৌঁছল চিকিৎসার সরঞ্জাম। শুধু জার্মানি নয়, গ্রিস এবং ফিনল্যান্ড থেকেও চিকিৎসার পণ্য এসেছে এই বিশেষ বিমানে।
৮। অক্সিজেন এক্সপ্রেস চালু হয়েছে। সৌজন্যে রেল মন্ত্রক। ৬২৬০টন অক্সিজেন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। যে সকল রাজ্যে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়েছে, আপাতত সেখানেই পৌঁছবে অক্সিজেন এক্সপ্রেস।
৯। ঈদ এসে গেল। এদিকে ঈদ উপলক্ষ্যে কার্যত উধাও হল দূরত্ববিধি। হায়দ্রাবাদের চারমিনারে ঈদের বাজারে দেখা গেল ভিড়। ঠাসা লোকজনের মধ্যেই শিকেয় উঠল কোভিড বিধি। বাজার চত্বরে লক্ষ্য করা গেল ট্র্যাফিক জ্যামও।
১০। আজ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুব কমই আছে। রাতের দিকে হাল্কা বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার থাকবে।