Daily
১। অক্সিজেন কারখানা তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৭০টি কারখানা করতে চায় রাজ্য। যদিও কেন্দ্রের অনুমতি মিলেছে মাত্র ৪টি। অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
২। বিনামূল্যে আরও ১ কোটি ৯২ লক্ষ টিকা দেবার কথা ঘোষণা করল কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই টিকা দেওয়া হবে। রাজ্যগুলির কাছে টিকা সরবরাহের কাজ শুরু হয়ে যাবে রবিবার থেকেই।
৩। আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে মিলবে রাশিয়ার টিকা স্পুটনিক-ভি। তবে একেকটি টিকা কিনতে খরচ হবে ৯৯৫ টাকা ৪০ পয়সা। দেশে টিকার উৎপাদন শুরু হলে দাম কমার সম্ভাবনা রয়েছে। স্পুটনিক-ভি টিকা তৈরির বরাত পেয়েছে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।
৪। ঈদে কড়া হল দিল্লি পুলিশ। দিল্লির বহু জায়গায় পুলিশি টহল ছিল চোখে পড়ার মত। কোন জায়গায় ভিড় তৈরি করতে দেয়নি দিল্লি পুলিশ।
৫। করোনায় অব্যাহত বিদেশি সাপোর্ট। দক্ষিণ কোরিয়া এবং কাজাখস্তান থেকে বিমান পৌঁছেছে দিল্লি বিমানবন্দরে। দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে ১০,০০০ র্যাপিড টেস্টিং কিট সহ ১০০টি নেগেটিভ প্রেসার ক্যারিয়ার। কাজাখস্তান থেকে ৫৬ লক্ষ মাস্ক।
৬। এবার ভারতের পাশে দাঁড়াল কাতার। ২০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৪০টি ভেন্টিলেটর এবং ৪,৩০০টি রেমডিসিভির নিয়ে দিল্লি এয়ারপোর্টে নেমেছে কাতারের বিমান। একইসঙ্গে ৩০০ ভেন্টিলেটর নিয়ে হাজির হল কানাডাও।
৭। দিল্লিতে অক্সিজেনের সংকট মোচনে আরও এক অভিনেতা। ২০১১ সালে আইএএস ব্যাচের অভিষেক সিং নিজে একজন অভিনেতা। চালু করলেন অক্সি ট্যাক্সি। অক্সিজেন সিলিন্ডার রিফিল করাই অক্সিট্যাক্সির আসল কাজ।
৮। দুঃসময়ে এগিয়ে এলেন বিগ বি। পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনানোর ব্যবস্থা করলেন তিনি। একইসঙ্গে ২০টি ভেন্টিলেটর কেনারও ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১০টি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
৯। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল আসামের নওগাঁও। কার্বি অ্যাংলং জেলার একটি পাহাড়ে একসঙ্গে ১৮টি হাতির মৃতদেহ উদ্ধার হল। বন দফতরের আধিকারিকদের প্রাথমিক ধারণা, অত্যধিক পরিমাণ ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের কারণেই মৃত্যু হয়েছে একসঙ্গে এতগুলো হাতির। যদিও প্রশাসন পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট চেয়েছে বন দফতরের কাছ থেকে।
১০। ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় তাউকাটে। মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে জারি হয়েছে ভারি বৃষ্টির সতর্কতা। আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়টি। কেরালায় জারি হয়েছে কমলা সতর্কতা।