Daily

১। কলকাতা হাইকোর্টের পর শীর্ষ আদালতেও ধাক্কা খেল সিবিআই। নারদ মামলায় অভিযুক্ত নেতা-মন্ত্রীদের জামিন শুনানিতে স্থগিতাদেশ চেয়েছিল সিবিআই। পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করল না। মামলা দায়ের করতে হবে নতুন করে।
২। আবহাওয়া দপ্তরের সোমবার দুপুর ২:৩০ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘন্টায় প্রবল বেগে ধেয়ে আসছে ইয়াস। দীঘা থেকে ৬০০ কিমি দূরে শক্তি সঞ্চয় করছে।
৩। কথা ছিল বুধবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস। কিন্তু জানা গিয়েছে সন্ধ্যা নয় বরং দুপুরেই ইয়াস আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর বেগে।
৪। মঙ্গলবার থেকেই ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া এবং হুগলিতে। এছাড়াও দুই মেদিনীপুর, দুই পরগনা এবং ঝাড়গ্রামেও অতিভারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং নদিয়ায়। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার।
৫। ইয়াসের জন্য প্রস্তুত কলকাতা। শহরের জন্য ব্যবস্থা করা হয়েছে চারটি নৌকোর। উদ্ধারকাজের জন্য প্রস্তুত ৩০০ সিভিক ভলান্টিয়ার। প্রস্তুত সিভিল ডিফেন্সও। কলকাতার জন্য প্রস্তুত এনডিআরএফের ১০টি দল।
৬। এবার ইয়াসের সঙ্গে মোকাবিলা করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তিনি বলেছেন ওড়িশা, অন্ধ্রপ্রদেশ যদি ৬০০ কোটি পায়, তবে বাংলার জন্য কেন ৪০০ কোটি বরাদ্দ?
৭। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ১০ লিটারের ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল বিসিসিআই। এমনকি করোনা রোগীদের জন্য ওষুধের ব্যবস্থাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
৮। জলপথে এল করোনা চিকিৎসার সরঞ্জাম। আইএনএস জলশ্ব ব্রুনেই এবং সিঙ্গাপুর থেকে পৌঁছল কোভিড মোকাবিলার জন্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে। জাহাজটি এসে পৌঁছেছে বিশাখাপত্তনমে।
৯। আশার আলো কর্ণাটকে। সেখানে একদিনে সুস্থ হলেন ৩৫,০০০ রোগী। কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শেষ খবর অনুযায়ী রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৫,৯৭৯ জন।
১০। বিপাকে জম্মু কাশ্মীরের কৃষকরা। লকডাউনের কারণে মাথায় হাত কৃষকদের। জম্মু-কাশ্মীরের সাম্বায় উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে হোঁচট খাচ্ছেন তাঁরা। ফলে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। মে মাসের ৩১ তারিখ পর্যন্ত লকডাউন চলবে জম্মু কাশ্মীরে।
ব্যুরো রিপোর্ট