Daily
১। অবশেষে জল্পনার অবসান। তৃণমূলে প্রত্যাবর্তন করলেন সপুত্র মুকুল রায়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর তৃণমূলছাড়া ছিলেন তিনি। অবশেষে ঘরের ছেলে ফিরলেন ঘরেই।
২। মুকুল রায়কে প্রশ্নবাণে জর্জরিত হতে দিলেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের আগেই তিনি মুকুলকে ‘ঘরের ছেলে’ বলে উল্লেখ করেন। তৃণমূলের ঊষালগ্ন থেকে মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় সম্পর্কে বলেছেন ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।
৩। কেন ছাড়লেন বিজেপি? তার কোন পরিষ্কার জবাব দিলেন না মুকুল রায়। শুধু জানালেন, “বিজেপি থেকে বেরিয়ে এখানে এসে খুব ভাল লাগছে। পুরনোদের সঙ্গে দেখা হল।” সঙ্গে জানালেন, “বিজেপি করতে পারলাম না। করব না। তাই পুরনো দলে ফিরে এলাম। বাকি বিস্তারিত কারণ লিখিতভাবে জানাব।”
৪। বৃহস্পতিবার বনগাঁর বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যেমন খোঁচাও দিলেন, তেমনই সিআইডি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সন্ত্রাসবাদীদের জন্য সুরক্ষিত বলে কটাক্ষও করলেন তিনি। যদিও এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর সহ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া।
৫। এবার সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিজেপিতে জমা পড়ল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। বিজেপির ডাকা বৈঠকে সব্যসাচী অভিযোগ জানাতে শুরু করেন “ভিন রাজ্যের নেতারা যে ভাষায় কথা বলেছেন তা বাংলার মানুষ বুঝতেই পারেননি।” সংবাদমাধ্যমের সামনে সব্যসাচী মুখ খুললে সেই নিয়েও দলের মধ্যে তৈরি হয় অসন্তোষ। যদিও বিজেপি এখনও পর্যন্ত সব্যসাচীর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
৬। বিজেপিকে ‘জঞ্জাল’মুক্ত করার জন্য দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বৈশালী ডালমিয়া। তাঁর বক্তব্য যারা তৃণমূলে যেতে চাইছেন তাদের আগেই বহিষ্কার করুক বিজেপি।
৭। ত্রিপুরা চা বাগানে থমকে গেল কাজ। প্রথম দফায় চা পাতা তোলার কাজ আটকে যায় করোনা কারফিউ এর জন্য। কর্মীরা এখন কারখানার মধ্যেই ব্যস্ত রয়েছে। গাইডলাইন মেনে চলছে কাজ। চা বাগানের ফ্যাক্টরি থেকে কর্মীদের জন্য রেশন বরাদ্দ করা হয়েছে।
৮। অগ্নিমূল্য হচ্ছে পেট্রোল থেকে ডিজেল। এবার তারই প্রতিবাদে ভোপালে আন্দোলনে নামলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পেট্রোল ডিজেলের দাম নিয়ে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীর সরকারকে।
৯। কানপুরের বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সংকট দেখা গেল। ফলে কিছুটা হলেও ব্যহত হল টিকাকরণ প্রক্রিয়া। সরকার বেসরকারি হাসপাতালগুলোকে সরাসরি ভ্যাকসিন কেনার পরামর্শ দিয়েছে।
১০। এবার কি পর্দায় আসতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর? জানা গিয়েছে, পিকে’র জীবনকাহিনী নিয়ে শাহরুখ খান একটি ওয়েবসিরিজ করার পরিকল্পনা করছেন। যে কারণে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এর তরফ থেকে তাঁকে মন্নতে ডাকা হয়েছে। তবে প্রশান্ত কিশোর রাজি হয়েছেন কিনা, সেটা স্পষ্ট নয়।
ব্যুরো রিপোর্ট