Daily
১। ইয়াসের টার্গেট ওড়িশা হলেও তার প্রভাব ভালো রকম পড়তে চলেছে বাংলায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরের দিঘা এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল এলাকায় ক্রমশই উত্তাল হয়ে উঠছে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিঘায় প্রায় ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। একইসঙ্গে বাড়বে জলস্তর।
২। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। মঙ্গলবার সকাল থেকেই ভরা কোটালের জেরে শঙ্করপুর লাগোয়া জামড়া, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সমুদ্রের জল ঢুকতে শুরু করে দিয়েছে। প্লাবিত হওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা।
৩। গতিপথ বদল করলেও ইয়াসের প্রভাব থেকে মুক্ত নয় বাংলা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কলকাতায় ঝোড়ো হাওয়াড় দাপট থাকবেই। প্রায় ৬৫-৭৫ কিলোমিটার বেগে বইবে ঝড়।
৪। ৪০০০ রিলিফ সেন্টার তৈরি রয়েছে। ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১১ লক্ষ মানুষকে। গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৫। ইয়াসের সঙ্গে মোকাবিলা করার প্রসঙ্গে রাজ্য সরকারের সক্রিয়তাকে মান্যতা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার আবহাওয়া দপ্তরের অফিসে এসে ইয়াস নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই তিনি জানালেন। পাশাপাশি জানিয়েছেন, সেনাবাহিনী, নৌবাহিনী প্রত্যেকেই প্রস্তুত আছে। প্রস্তুত আছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরও।
৬। সুন্দরবনে বাঁধ মেরামতিতে চলেছে যুদ্ধকালীন তৎপরতা। সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিদ্যাধরী নদীর বিক্ষিপ্ত ৩০০ ফুট দুর্বল বাঁধে যে কোন সময় ভাঙ্গন ধরতে পারে। তাই যশের ভ্রুকুটির ২৪ঘণ্টা আগেই বাঁধ মেরামতিতে নেমে পড়েছেন এলাকাবাসী। দুর্যোগের পরে সেচ দপ্তর পাকাপাকিভাবে বাঁধ মেরামত করবে বলে জানিয়েছে।
৭। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার রাত থেকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে ৮০-র কাছাকাছি চলে যায়। মিনিটে ৩ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। রক্তে অক্সিজেনের মাত্রা পৌঁছেছে ৯২-তে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
৮। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। বিধ্বংসী ঝড়ের প্রভাব কতটা পড়বে তাই নিয়ে প্রত্যেকেই দুশ্চিন্তায়। এবার কলকাতা হাইকোর্ট বুধ এবং বৃহস্পতিবার আদালতে ছুটি ঘোষণা করল। ফলে আবারও থমকে গেল নারদ মামলার শুনানি।
৯। রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছেছে করোনা মোকাবিলার জন্য ভ্যাকসিন এবং ওষুধ। রেমডেসিভির সহ স্পুটনিক এবং স্পুটনিক লাইট নিয়ে দিল্লি বিমানবন্দরে এসে নামল রাশিয়ার বিমান।
১০। চন্ডিগড়ে খোলা থাকতে দেখা গেল অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য পণ্যের দোকান। কিন্তু সবই খোলা রয়েছে সময়সূচী মেনে। সপ্তাহে সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। সন্ধ্যে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেখানে চলছে নাইট কার্ফু।
ব্যুরো রিপোর্ট