Daily

১। বিধানসভার প্রথম দিনে স্পিকার নির্বাচনে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। বললেন, ভোটের আগে বিজেপি যেভাবে জলের মত টাকা খরচ করেছে, তার একাংশ যদি ভ্যাকসিনে খরচ করত, তাহলে রাজ্যবাসীকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত।
২। নির্বাচন পরবর্তী হিংসার কথা মাথায় রেখে প্রথম দিনেই অধিবেশন বয়কট করলেন বিজেপি বিধায়করা। একই সঙ্গে গত দু’দিন ধরে মুকুল রায়কে ঘিরে যে জল্পনা শুরু হয়েছিল সেই জল্পনায় ইতি টানলেন নিজেই। টুইট করে জানালেন তিনি বিজেপিতেই আছেন।
৩। নির্বাচনী ফল পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতে বীরভূমে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধির দল। বোলপুরে সেনা হেলিকপ্টারে নেমে নানুর বিধানসভা এলাকা পরিদর্শন করেণ চার সদস্যের ঐ কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানা গিয়েছে ভোট পরবর্তী হিংসার কারণে প্রায় ২০০০ বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করতে এবার অনুব্রতর দুর্গে কেন্দ্রীয় প্রতিনিধিরা।
৪। এবার করোনা ঠেকাতে আসরে নামলেন দেশের বিশিষ্ট চিকিৎসক দেবি শেঠি। কেন্দ্রীয় সরকারকে দিলেন একগুচ্ছ পরামর্শ। জানালেন, করোনার সঙ্গে যুদ্ধ করার জন্য তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যুদ্ধে সামিল করা প্রয়োজন।
৫। অক্সিজেনের কালোবাজারি রুখতে এবার বাঁকুড়ায় অভিযান চালালেন জেলা ড্রাগ কন্ট্রোলার ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট আধিকারিকরা। একদিকে যখন গোটা রাজ্যেই অক্সিজেনের সংকট ব্যপক হারে বেড়ে উঠেছে তখন বাঁকুড়াতে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অক্সিজেনের কালোবাজারির অভিযোগ উঠছিল। তাই এই অভিযান। প্রশাসনের এক আধিকারিকের কথায়, আগেও এমন অভিযান চালানো হয়েছে। ফলে অনেকটাই আটকানো গেছে কালোবাজারি।
৬। সিঙ্গাপুর থেকে পানাগর বিমানবন্দরে এসে নামল বিমান। রয়েছে করোনা মোকাবিলা করার জন্য বিভিন চিকিৎসা সামগ্রী। রাত্রি বেলা সিঙ্গাপুর থেকে বিমানটি রাজ্যে এসে পৌঁছয়। ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে এগিয়ে এসেছে অন্যান্য দেশগুলি। সেই তালিকায় উঠে এল সিঙ্গাপুরের নাম।
৭। নির্বাচন মিটতেই লকডাউনের পথে তামিলনাড়ু। দু’সপ্তাহব্যপী লকডাউনের ঘোষণা করা হল। লকডাউন কার্যকর হতে চলেছে আগামী ১০ তারিখ থেকে। তামিলনাড়ুতে গত ৭ তারিখ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১.৩৫ লক্ষে।
৮। ছত্তিশগঢ়ে শনিবার এসে পৌঁছেছে ৩.৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন। এই ভ্যাকসিন আসার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও। ইতিমধ্যে ১ তারিখে ভারত বায়োটেকের ১.৫ লক্ষ কোভ্যাকসিন এসে পৌঁছেছে সেই রাজ্যে। তারপরে এলো কোভিশিল্ড।
৯। এবার লকডাউনে বালিরাজ্য। থমকে যেতে চলেছে রাজস্থানের জনজীবন। আগামী ১০ তারিখ থেকে রাজস্থানও ঘোষণা করে দিল লকডাউনের। চলবে ২৪ তারিখ পর্যন্ত। বিবাহ সহ যেকোন ধরণের অনুষ্ঠানে জমায়েত নিষিদ্ধ রাখা হয়েছে ৩১ মে পর্যন্ত।
১০। প্রতিদিনই বলিউডে চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন কঙ্গনা রানাওত। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর টুইটারে আক্রমণ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক শিবিরকে। উস্কানিমূলক বক্তব্যের জন্য তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম পেজে করোনায় আক্রান্ত হবার খবর জানিয়েছেন।