Daily
১। ‘আলাপন বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টার ইজ ওভার’। সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে এই জবাব দিয়েই এড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, নতুন কিছু বলে আর সংঘাতে যেতে চাইলেন না তিনি।
২। আলাপন বন্দ্যোপাধ্যায়ের শো-কজ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জানালেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করা উচিৎ। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও এই আইন প্রয়োগের কথা বলেন তিনি। বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে সেই কথাই জানালেন অভিষেক।
৩। ইয়াস পরবর্তী দিঘার হতশ্রী অবস্থা দেখে এবং বাঁধ ভেঙে যাওয়া নিয়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আম্ফান পরবর্তী সুন্দরবন এবং বাঁধের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুললেন তিনি। গাফিলতির অভিযোগও আনলেন।
৪। স্থগিত রইল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা। পরীক্ষা নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যে কমিটিতে রয়েছেন পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারীক, চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞরাও। এখন তাঁরাই ঠিক করবেন পরীক্ষা হবে কিনা। ৭২ ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
৫। চলতি বছরের মধ্যেই গোটা দেশে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই বছরের শেষে ২৫০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বেশ কয়েকটি টিকা প্রস্তুতকারকদের সঙ্গে এই ব্যপারে আলোচনা চালিয়েছে কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি।
৬। নেসলের খাবার কতটা নিরাপদ? উঠে এল চমকে দেওয়ার মত তথ্য। সংস্থার আভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে ‘স্বাস্থ্যকর’ বলতে যা বোঝায় সেই মান নেসলের খাবারে নেই। অর্থাৎ ম্যাগি থেকে কিটকাট থেকে নেসক্যাফে- সবই তবে স্বাস্থ্যকরের সংজ্ঞা বহন করছে না।
৭। দেশে বেকারত্ব বৃদ্ধির জন্য কার্যত ভাইরাসকেই দায়ি করলেন দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মন্যম। তিনি জানিয়েছেন অতিমারির কারণে ধাক্কা খেয়েছে বহু শিল্প। তার জেরেই কর্মসংস্থানের ওপর চাপ তৈরি হয়েছে। তবে তাঁর আশা টিকাকরণের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রগুলিও চালু হয়ে যাবে।
৮। ভুবনেশ্বরে ইন্ডিয়ান অয়েলের হেড কোয়ার্টারে ভ্যাকসিনেশন ড্রাইভের উদ্বোধন করেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এলপিজি, পেট্রোল ডিস্ট্রিবিউটার এবং অন্যান্য কর্মীদের ভ্যাকসিন দেওয়াই হল মূল লক্ষ্য। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইন্ডিয়ান অয়েলের হেড কোয়ার্টারের সঙ্গে যুক্ত কর্মীরা।
৯। পানীয় জলের অভাব। তেষ্টা মেটাতে তাই নোংরা পুকুরের জলই পান করতে হচ্ছে জম্মু কাশ্মীরের সাম্বা এলাকার প্রত্যন্ত গ্রাম রায়োরের গ্রামবাসীদের। কারণ জল শক্তি ডিপার্টমেন্ট থেকে যে পাইপলাইন গেছে সেখান থেকে এক ফোঁটা পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা।
১০। অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারকে আরও তিনদিন পুলিশি হেফাজতে রাখার আবেদন করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তার বিরুদ্ধে তথ্য এবং প্রমাণ লোপাটের মত গুরুতর অভিযোগ আনা হয়েছে। বুধবার দিল্লির আদালতে এই আর্জি পেশ করা হয়।
ব্যুরো রিপোর্ট