Daily

১। নারদ মামলায় জামিন চারজনের। গতকাল সকালে নারদ মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র সহ শোভন চট্টোপাধ্যায়কে। সকাল ১০:৩০ নাগাদ নিজাম প্যালেসে আনা হয় চারজনকে।
২। নিজের দলের মন্ত্রীদের গ্রেফতারির খবর পেয়ে সটান নিজাম প্যালেসে পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬ ঘন্টা শুনানি পর্যন্ত বসেছিলেন সেখানেই।
৩। মন্ত্রী, বিধায়কের গ্রেফতারিতে নিজাম প্যালেসের বাইরে রীতিমত পরিস্থিতি অবনতির দিকে এগোয় তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়ে। জেলায় জেলায় ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। কখনও বাঁকুড়া তো, কখনও পূর্ব বর্ধমান। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।
৪। শাসকদলের হেভিওয়েটদের ধরার পরেই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে পক্ষপাতীত্বের। শুভেন্দু-মুকুলকে কেন গ্রেফতার করা হল না? বিজেপি নেতারা মুখে এঁটেছেন কুলুপ।
৫। ৯৯ মেট্রিক টন নিয়ে দিল্লি পৌঁছল অক্সিজেন এক্সপ্রেস। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে এই এক্সপ্রেস পৌঁছায় ১৬ তারিখ। অক্সিজেন এসেছে গুজরাতের হাপা থেকে।
৬। মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং মোরিনা চম্বল ডিভিশনে বাড়ান হল লকডাউন। লকডাউন চলবে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্পষ্ট জানিয়ে দেন সংক্রমণের চেন ভাঙার জন্যই বাড়ান হল লকডাউন।
৭। কেরালার চারটি রাজ্যে জারি হল ট্রিপল লকডাউন। তিরুবনন্তপুরম, এর্নাকুলাম, থিসারা এবং মলপ্পুরমে। শহরের রাস্তাঘাট ছিল প্রায় শুনশান। পুলিশি টহল ছিল চোখে পড়ার মত।
৮। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ১৭ তারিখ উদ্বোধন করলেন অ্যান্টি কোভিড ড্রাগ 2DG-র। যা তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বা ডিআরডিও। অনুষ্ঠানে এই ড্রাগটি স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
৯। কমল আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার। বেশ কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি বেড়েছে দৈনিক সুস্থতার হার।
১০। ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নেভি উদ্ধার করল টাগ বোটের ৯ জন সদস্যকে। কর্ণাটকের মুল্কি রকের কাছে টাগবোটটি বেকায়দায় পড়ে। সাইক্লোন তাওকতের জন্য সেইসময় সমুদ্র ছিল উত্তাল।