Daily
১। নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজ ঝড়ে ভেসেছে বাংলা। কর্মী সমর্থকদের উল্লাস, আনন্দের পাশাপাশি উঠে এসেছে রাজনৈতিক হিংসার খবরও। জেলায় জেলায় বিক্ষিপ্ত কিছু অশান্তি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক করেছেন। তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রত্যেক কর্মীকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন।
২। তৃতীয়বারের জন্য বাংলা ধরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারেই যে আসল চ্যালেঞ্জ। কোভিড ঝড়ে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলার রাজ্য। তাই নির্বাচনী পরীক্ষার পরে এবার কোভিডের সঙ্গেই মোকাবিলা করতে প্রস্তুত তিনি।
৩। সারা বাংলা মমতাময় হলেও নন্দীগ্রামে দাঁত ফোটাল শুভেন্দু। অধিকারী গড়ে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হারলেও মেনে নিতে কি পারছেন না মুখ্যমন্ত্রী? তাই কোর্টে যাবার কথা বলে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৪। ছেচল্লিশের পর এই প্রথম বিধানসভায় রইল না বাম-কংগ্রেসের অস্তিত্ব। এবারের বিপর্যয় যেন আবারও বুঝিয়ে দিল বাম-কংগ্রেসকে মানুষ সবদিক থেকে প্রত্যাখ্যান করেছে। তাই ক্ষয় হতে হতে এবারে একেবারে অঙ্কের বিচারে শূন্যে গিয়ে ঠেকল বাম-কংগ্রেসের আসন সংখ্যা।
৫। কমেনি কোভিডের আক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩,৯২,৪৮৮ জন। এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৬৮৯ জনের। কিন্তু সবচেয়ে আশার কথা সুস্থতার দিকে নজর দিলে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০৭, ৮৬৫ জন
৬। বাংলাতেও দাপুটে ব্যাটিং ভাইরাসের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ১৭,৫১৫ জন। এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। কিন্তু সুস্থতার হারেও বাংলা অনেকটাই স্বস্তিতে।
৭। বেপরোয়া অভিযান চালিয়ে পদ্মায় তলিয়ে গেল ২৬ জন। দুরন্ত গতির একটি স্পিডবোট ধাক্কা মারে বালি বোঝাই একটি কার্গোর সঙ্গে। মৃত্যু হয় ৩ শিশু সহ ২৬ জনের। প্রশ্ন উঠছে, লকডাউনের মধ্যে যেখানে নৌ চলাচল একরকম বন্ধ, সেখানে কিভাবে যাত্রা করেছিল স্পিডবোটটি?
৮। দিল্লির কোভিড কেয়ার সেন্টারে ইন্সটল করা হল অক্সিজেন প্ল্যান্ট। এটাই হল দিল্লির সবচেয়ে প্রথম অক্সিজেন প্ল্যান্ট। কমনওয়েলথ গেমস ভিলেজ স্পোর্টস কমপ্লেক্সে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে।
৯। আমেরিকা থেকে ভারতে এসে পৌঁছল লক্ষাধিক রেমডেসিভির। ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। দুঃসময়ে পাশে থাকায় আরও দৃঢ় হল ভারত-মার্কিন সম্পর্ক
১০। এবার হরিয়ানাতেও লকডাউন। ৩মে থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। লকডাউন চলবে টানা ১০ তারিখ পর্যন্ত।