Daily

১। মে মাসের প্রথম দিনেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল চার লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। যদিও সুস্থতার হারেও এগিয়ে রয়েছে ভারত। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরছেন প্রায় ৮১% রোগী।
২। মে মাসের এক তারিখ থেকেই দেশ জুড়ে চালু হয়ে গেল গণটিকাকরণ কর্মসূচি। ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে সকলেই ধাপে ধাপে দেওয়া হবে করোনার প্রতিষেধক। এই কর্মসূচি চালু হল মুম্বই থেকে। ক্রমশই গোটা দেশে ছরিয়ে পড়বে গণ টিকাকরণ।
৩। কোভ্যাকসিন, কোভিশিল্ডের পর এবার ভারতে এলো রাশিয়ার স্পুটনিক-ভি। হায়দ্রাবাদ বিমানবন্দরে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি এই প্রতিষেধক। প্রতিষেধক দেওয়ার মাধ্যমে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হল।
৪। অক্সিজেনের আকাল মেটার অপেক্ষায় কেজরিওয়াল। অক্সিজেন পেয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে ৯ হাজার অক্সিজেনেটেড শয্যা তৈরি করে দেবে দিল্লি প্রশাসন। কবে আসবে অক্সিজেন? তারই অপেক্ষায় দিল্লিবাসী।
৫। কোভিড আন্দোলনে সামিল হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। অক্সিজেন সংকটের মধ্যে দিল্লিবাসীর জন্য বন্দোবস্ত করলেন ২০০ অক্সিজেন কনসেনট্রেটরের। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর দিল্লিবাসী।
৬। কোভিড আটকাতে ভারতের পাশে থাইল্যান্ড। দিল্লিতে এসে নামল স্পেশাল ফ্লাইট। চিকিৎসার সরঞ্জাম নিয়ে এলো স্পেশাল কার্গো ফ্লাইট।
৭। রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একইভাবে সুস্থতার হারও রাজ্যে অনেকটাই বেশি। সুস্থতার হার রাজ্যে প্রায় ৮৫%
৮। করোনায় আক্রান্ত হতেই পারেন। কিন্তু আতঙ্কিত হবে না। এমনই মত চিকিৎসকদের। কারণ প্যানিক করলে শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমেই যায়।
৯। সংক্রমণ রুখতে রাজ্য সরকার বেঁধে দিয়েছে হাট-বাজারের সময়সীমা। বিক্ষিপ্ত কয়েকটি জায়গা ছাড়া রাজ্যের প্রত্যেকটি জায়গাতেই নিয়ম মেনে খোলা এবং বন্ধ হচ্ছে হাট-বাজার।
১০। আর কিছুক্ষণ বাদেই আসতে থাকবে রাজ্যের নির্বাচনী ফলাফল। কোন দল এগিয়ে আর কোন দল থাকবে পিছিয়ে জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। শেষ হবে বাংলার নির্বাচনী টেনশন।