Daily
১। দেশে আজও লাগাতার বেড়েই চলেছে করোনার সংক্রমণ। সংক্রমনের ঢেউয়ে এখনও বেশ বেসামাল ভারতের বিভিন্ন রাজ্য। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি শোধরানোর চেষ্টা করছে কেন্দ্র রাজ্য সরকার।
২। করোনা নিয়ে এবার রোগীদের অযথা প্যানিক করতে নিষেধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। দেশবাসীকে পরামর্শ দিলেন ডাক্তারের সঙ্গে সম্পর্ক রেখে চিকিৎসা করতে।
৩। হাসপাতালে হাসপাতালে যখন চলছে অক্সিজেনের চরম সংকট ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন জানিয়ে দিলেন সরকার যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন সরবরাহ করতে দায়বদ্ধ।
৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন দিল্লির গঙ্গারাম হাসপাতাল এর চেয়ারম্যান ডঃ ডি এস রানা। দেশবাসীকে তার পরামর্শ নিজেরাই নিজেদের লকডাউন করুন। কিন্তু কোনভাবেই প্যানিক তৈরি করবেন না।
৫। করোনা চিকিৎসা জীবনদায়ী রেমডিসিভির ইনজেকশন। এবার সেই রেমডিসিভির ইনজেকশনের আকাল মেটাতে উদ্যোগী হল বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন ভারত ৬৯ টি রেমডিসিভির ম্যানুফ্যাকচারিং দেশের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। খুব তাড়াতাড়ি মিটবে ইনজেকশনের সংকট।
৬। এবার করোনায় আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গত ২৯ তারিখ টুইটারে মুখ্যমন্ত্রী নিজের করোনা সংক্রমনের কথা জানিয়েছেন। করোনায় বন্দী থাকলেও নজর রাখছেন রাজ্যের উপর।
৭। রাজ্যে করোনার সংক্রমণ যখন প্রায় ১৭ হাজারের কাছাকাছি ঠিক তখনই রাজ্য সরকার করণা আক্রান্তদের জন্য চালু করল ইন্ট্রিগ্রেটেড বেড ম্যানেজমেন্ট সিস্টেম। করোনা রিপোর্ট পজিটিভ হলে এই ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জানা যাবে কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে।
৮। রাজ্যে অষ্টম দফার ভোট মিটতেই শুরু হয়ে গেল কাউন্টডাউন। কার দখলে থাকবে বাংলা? জানতে অপেক্ষা করতে হবে মাত্র কয়েক ঘন্টা। রাজনৈতিক দল থেকে রাজ্যবাসী সবাই উৎসুক ফল জানতে।
৯। ভারতে যখন করোনা সংক্রমনের শীর্ষে ঠিক তখনই দেশ ছাড়তে শুরু করেছেন একের পর এক বলিউড তারকা। বলিউড হিরো হিরোইনদের দেশ ছাড়ার হিড়িক নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেটিজেনরা। যারা সংকটে দেশ ত্যাগ করলেন তারা আদৌ দেশপ্রেমিক কি?
১০। করোনার করুণ পরিণতির মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স ৪৯০০০ পার করে বন্ধ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর নিফটি ছিল বেশ ঊর্ধ্বমুখী।
ব্যুরো রিপোর্ট