Daily
১। ভারত থেকে সরাসরি প্যাসেঞ্জার ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া। ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের বহর দেখে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ১৫ মে পর্যন্ত।
২। ব্রিটেন থেকে ভারতে এসে পৌঁছল মেডিক্যাল সরঞ্জাম। লুফথানসার বিশেষ বিমানে দিল্লিতে নামে ব্রিটিশ সরকারের সাহায্য সামগ্রী। ব্রিটিশ সরকার ভারতে ১০০ টি ভেন্টিলেটর ও ৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠায়।
৩। দিল্লির বিভিন্ন হাসপাতালে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদা মেটাতে কেজরিওয়াল সরকার ফ্রান্স ও ব্যাংকক থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিল।
৪। দেশজোড়া ভ্যাকসিন সংকটের মধ্যেই এবার মহারাষ্ট্র সরকার রাজ্যবাসীর জন্য বরাত দিল সিরাম ও ভারত বায়োটেককে।
৫। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২ মে থেকে সব ধরণের রাজনৈতিক বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তকে যথারীতি স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
৬। অষ্টম দফার ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভ্যাকসিন সংকট। কোথাও গেটে তালা বন্ধ কোথাও ঝুলছে নোটিশ। ভ্যাকসিন সংকটে পড়ে নাজেহাল রাজ্যবাসী।
৭। রাজ্যে যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই রাজ্যের বিভিন্ন জেলায় মাস্ক ছাড়া মানুষ ঘুরে বেরাচ্ছেন রাস্তায় রাস্তায়। চলছে পুলিশি অভিযান, চলছে ধরপাকড়।
৮। আজ নিয়ে পরপর দু’দিন শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী। গতকালের পর আজও বোম্বে স্টক এক্সচেঞ্জে মেটাল স্টকগুলির বৃদ্ধি ছিল চোখে পড়ার মত। গতকাল সেনসেক্স বন্ধ হয় ২২৯ পয়েন্টে। যথারীতি আজও রয়েছে দালাল স্ট্রিটে শুনশান কারবার।
৯। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচ খেলতে আজ মুম্বাই আমেদাবাদের উদ্দ্যেশ্যে রওনা হল। করোনা পরিস্থিতিতে আমেদাবাদের এই সফর ঘিরে রয়েছে চূড়ান্ত সতর্কতা।
১০। মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন লাভ বার্ডস জুটি রণবীর কাপুর, আলিয়া ভাট। গোপনীয় সফরে নিরাপত্তার কঠোরতা থাকলেও বিমানবন্দরে ফ্ল্যাশবাল্বের ঝলকানি ছিল চোখে পড়ার মত।
ব্যুরো রিপোর্ট