Daily
১। ভারতে করোনার নতুন রেকর্ড। একদিনে সংক্রমিত হলেন ৩.৫০ লক্ষ মানুষ। গতকাল সংক্রমণের মিটারে ভারত নতুন রেকর্ড করে। নতুন করে একদিনে মৃত্যু হয় ২৮১২ জনের।
২। করোনা দ্বিতীয় ইনিংস-এ সুপার স্প্রেডার গতি বাড়িয়ে নেমে পড়েছে ময়দানে। গত শুক্র, শনি ও রবিবার সংক্রমণের মাত্রা যে জায়গায় পৌঁছেছে তা আজও অব্যাহত।
৩। করোনা ঝড়ের দাপট অব্যাহত বাংলায়। শহর কলকাতা থেকে জেলায় জেলায় ঝড়ের গতিতে ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হন ১৫,৮৮৯ জন।
৪। দিল্লি সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে অক্সিজেনের সংকট। এর মধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট মেটাতে রায়গড় থেকে চারটে ট্যাঙ্কার নিয়ে রওনা হয় অক্সিজেন এক্সপ্রেস।
৫। মাদ্রাজ হাইকোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। জনস্বার্থ মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিৎ। দেশে যখন করোনা বাড়ছিল কমিশন কর্তারা তখন কোথায় ছিলেন? ২মে ভোটগণনা স্থগিত করার কথাও উল্লেখ করে মাদ্রাজ হাই কোর্ট ।
৬। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা।
৭। রাজ্যে অক্সিজেনের কালোবাজারি রুখতে ইতিমধ্যেই তৎপর হল রাজ্য প্রশাসন। চলছে প্রশাসনের ব্যপক নজরদারি, ধরপাকর। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের কালোবাজারির অভিযোগ আসতে শুরু হয়েছে।
৮। ভোটের মধ্যে অনুব্রতকে সমন পাঠাল সিবিআই। অভিযোগ গরু পাচার কাণ্ডেই জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে।
৯। বিক্ষিপ্ত গণ্ডগোল, ধাক্কাধাক্কি, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই শেষ হল রাজ্যের ভোট সপ্তমী।
১০। সপ্তম দফার ভোটে ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষের মত একাধিক হেভিওয়েট এবং তারকাপ্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়ে গেল। এদিন কলকাতায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে হাসবেন, কে জিতবেন জানা যাবে ২মে’র সকাল থেকে।
১১। রাজ্যে যখন প্রতিদিনই মানুষ মারা যাচ্ছেন, তখন নির্বাচন কমিশন ব্যস্ত রয়েছেন আট দফার নির্বাচন নিয়ে। গতকাল কলকাতায় ভোট দিয়ে কমিশনকে একহাত নিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১২। করোনার আবহের মধ্যে বোম্বের স্টক এক্সচেঞ্জে একটু হলেও বৃদ্ধির ছোঁয়া লাগল দালাল স্ট্রিটের সেনসেক্সে। গতকাল বাজার খোলার শুরুতেই এই বৃদ্ধির পরিমাণ ছিল ১.৩ শতাংশ। এদিন বিএসই সেনসেক্স বন্ধ হয় ৪৮,৫৩৬ পয়েন্টে। গত কয়েকদিন মন্দা থাকলেও মন্দের ভালো ছিল গতকাল সকাল থেকেই।
ব্যুরো রিপোর্ট