Daily
১। ১৫ দিনের জন্য এবার রাজ্যেও পড়ল তালা। আগামী ৩০মে পর্যন্ত থমকে গেল বাংলার জনজীবন। সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার নিল কড়া পদক্ষেপ। এছাড়া রাত ৯টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরনোতেও জারি হল নিষেধাজ্ঞা।
২। রাজ্যে লকডাউনে বন্ধ থাকছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস। বন্ধ থাকছে বাস, ট্যাক্সি, অটো সহ ফেরি পরিষেবাও। জরুরি প্রয়োজন ছাড়া চলবে না অটো এবং ট্যাক্সি। বন্ধ সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় জমায়েত। বন্ধ থাকবে শপিং মল, সুইমিং পুল, জিম। মুদিখানা, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ব্যাঙ্ক পরিষেবার সময়সীমাতেও করা হল কাটছাঁট।
৩। করোনা আবহে জুনেও বন্ধ থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কবে হবে সেই বিষয়েও এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।
৪। রাজ্যে অক্সিজেনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এই অবস্থায় যাতে অক্সিজেনের ঘাটতি না হয় তার জন্য তৎপর হল রাজ্য সরকার। ২৫টি মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালে ৩৫টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরকে।
৫। বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম এসে পৌঁছল হিমাচল প্রদেশের সিমলায়। অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর সহ পোর্টেবল ভেন্টিলেটর থরে থরে সাজিয়ে রাখতে দেখা গেল। হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় চিকিৎসা সরঞ্জামে ঘাটতি দেখা গেছে। গত ১৪ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁয়েছে ৪০,০০০।
৬। কোভিড ঝড়ের মধ্যেই খুলে গেল গঙ্গোত্রী ধামের প্রবেশপথ। মা গঙ্গার ডোলি যাত্রা সম্পন্ন হল নিয়ম মেনে। উৎসাহিত পুণ্যার্থীরা মোবাইল বন্দি করলেন সেই ছবি। এটি এলাকার বহু পুরনো ধর্মীয় আচার। যা বহু বছর ধরে হয়ে আসছে উত্তরকাশীতে। যদিও তেমন ভিড় ছিল না অনুষ্ঠানে।
৭। লকডাউনে মাথায় হাত সব্জি বিক্রেতাদের। কর্ণাটকে লকডাউনের জেরে বন্ধ সব দোকানপাট। ফলে পচে গেল একের পর এক বস্তাবন্দি আনাজ। ক্রেতার অভাবে আজ এমন মর্মান্তিক অবস্থা।
৮। আবারও স্ব-মহিমায় গরীবের মসিহা সোনু সুদ। তাঁর বাড়ির সামনে অসহায় লোকদের খাবার দিতে দেখা গেল তাঁকে। গরিব মানুষগুলোর পাশে থাকার আশ্বাসও দেন তিনি। ইতিমধ্যেই ফ্রান্স সহ অন্যান্য জায়গা থেকে নিজের খরচে চিকিৎসার সরঞ্জাম আনাচ্ছেন এই বলিউড অভিনেতা।
৯। যত এগিয়ে আসছে সাইক্লোন তাওকতে, ততই ফুঁসে উঠছে সমুদ্র। আর সেই ধাক্কায় ক্ষতি হল থিরুবনন্তপুরমের বলিয়থুরার একটি ব্রিজে। ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সেখানে জারি করে দিয়েছে রেড অ্যালার্ট। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে এলাকায়।
১০। সাইক্লোন আসার ইঙ্গিত পেতে শুরু করেছে কেরলবাসী। এলাকার বিভিন্ন জায়গায় আজ থেকে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি। কেরালার মলপ্পুরমে জারি হয়েছে রেডরেড অ্যালার্ট। মুম্বই-এর সমুদ্রও অশান্ত হয়ে উঠেছে।