Daily
১। শুক্রবার হল নারদ মামলার শুনানি। খানিক স্বস্তিতে হেভিওয়েটরা। বাড়ি ফিরছেন ফিরহাদ হাকিম। যদিও কোর্টের নির্দেশে তিনি গৃহবন্দি। তবে বাকি তিন নেতা-মন্ত্রীরা কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেটা এখনও স্পষ্ট নয়।
২। নারদ মামলার শুনানির পর চার হেভিওয়েটদের গৃহবন্দি থাকতে হলেও মানতে হবে একগুচ্ছের নির্দেশিকা। সমস্ত সরকারি কাজ করতে হবে অনলাইনে। সরকারি কোন আধিকারিক দেখা করতে পারবেন না। আলোচনার প্রয়োজন পড়লে ভিডিও কনফারেন্সিং করতে হবে। বিশেষ দরকারে কেউ এলে নথিবদ্ধ করতে হবে সমস্ত তথ্য।
৩। প্লাজমা থেরাপির পর এবার রেমডেসিভির। করোনা চিকিৎসায় বাদ পড়তে পারে এই ওষুধও। করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তারা জানিয়েছে করোনা মোকাবিলায় রেমডেসিভির কাজ করে তার কোন প্রমাণ নেই। সুতরাং বন্ধ করা যেতেই পারে।
৪। ভবানীপুরের বিধায়ক পদ ছেড়ে দিলেন তৃণমূলের বর্ষীয়ান সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরবেলা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। শোভনবাবু জানান, দলনেত্রীকে আসন ছেড়ে দিতেই তাঁর ইস্তফা।
৫। করোনা টিকার জন্য অগ্রাধিকারের তালিকায় থাকবেন ব্যাঙ্ক কর্মীরাও। গ্রাহক পরিষেবা দেবার জন্য তাঁদের মধ্যে আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই টিকা পাওয়ার তালিকায় তাঁদের অগ্রাধিকার দিল রাজ্য সরকার।
৬। বাংলায় ভ্যাকসিন তৈরির কারখানার অনুমোদন কেন্দ্রের তরফ থেকে এখনও পাওয়া না গেলেও উত্তরপ্রদেশের বুলন্দশহরে তৈরি হবে কো-ভ্যাক্সিন টিকা। সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। প্রত্যেক মাসে এক কোটি টিকা তৈরি করা হবে।
৭। করোনা রোগীদের জন্য এবার চালু হল অটো অ্যাম্বুলেন্স। কর্ণাটকের কালাবুরাগিতে। কালাবুরাগি সিটি কর্পোরেশনের তরফ থেকেই করোনায় আক্রান্ত রোগীদের জন্য ২৪ ঘণ্টার এই পরিষেবা চালু করা হয়েছে। যেখানে করোনা রোগীদের এই অটো অ্যাম্বুলেন্স হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবে বিনামূল্যে।
৮। করোনার মধ্যেও দিল্লিতে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ১৯৭ জন ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশেও বেড়েছে এই ছত্রাকের আক্রমণ। পুণেতেও ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়েছেন ৩০০ জন।
৯। ইন্ডিয়ান এয়ার ফোর্স MiG-21 বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে পড়ে পাঞ্জাবের কাছে মোগাতে। প্রতিদিনের মত সেদিনেও চলছিল প্রশিক্ষণ। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী।
১০। হেসে উঠল হিমালয়। তার দেখা মিলল সুদূর উত্তরপ্রদেশের সহারানপুর থেকেও। লকডাউনের কারণে দূষণ কমে যাওয়ায় হিমালয়ের দেখা পাওয়া গেল। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। গত বছর লকডাউনের সময়েও হিমালয়ের দেখা পেয়েছিলেন সহারানপুরের মানুষ।
ব্যুরো রিপোর্ট