Daily
১। আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই রাজভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। মন্ত্রীসভার বাকি সদস্যরা শপথ নেবেন রবিবার, ৯মে।
২। মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক বিরোধী শিবিরের রাজনৈতিক নেতাদের। আমন্ত্রন জানানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ হবে শপথগ্রহণ ।
৩। বাংলায় সবুজ ঝড়ে ভাসলেও বারবার উঠে আসছে হিংসার খবর। জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে অশান্তি। ভাঙচুর, বোমাবাজি, হামলার মত একাধিক খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জেলা থেকে। হানাহানিতে মারা গেছেন শুধু তৃণমূল-বিজেপির সমর্থকরাই নন। মৃত্যু হয়েছে একজন বাম এবং একজন আইএসএফ সমর্থকেরও। যদিও শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪। করোনা বিধ্বস্ত বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭,৫০১ জন। এবং মৃত্যু হয়েছে ৯৮ জনের। কিন্তু সুস্থতার খবরও আশানুরূপ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৯৩৭ জন।
৫। করোনা জ্বরে কাঁপছে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৩,৬৮,১৪৭। মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। তবে এক্ষেত্রেও সুস্থ হবার সংখ্যাটা চোখে পড়ার মত। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০০,৭৩২ জন।
৬। করোনা পরিস্থিতি উদ্বেগে রাখছে দেশের শীর্ষ আদালতকে। সংক্রমণের চেন ভাঙতে জাতীয় স্তরে লকডাউনের কথা ভাবনা চিন্তা করার কথা জানাল সুপ্রিম কোর্ট। কিন্তু তার আগে প্রান্তিক মানুষদের জন্য সমস্ত প্রয়োজন মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য কী কী পদক্ষেপ নিতে চলেছে, সেই সম্পর্কেও জানতে চেয়েছে আদালত।
৭। আশঙ্কা ছড়াল কুম্ভমেলা নিয়ে। মধ্যপ্রদেশে কুম্ভ মেলা থেকে ফেরা ৬১ জনের একটি দলের করোনা টেস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, ৬১ জনের মধ্যে ৬০ জনই করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে কেন কুম্ভ মেলার আয়োজন করা হল সেই নিয়েও উঠেছে প্রশ্ন।
৮। সমস্ত রকমের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করল নেপাল সরকার। প্রতিবেশী দেশে অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৩মে’র মধ্যরাত থেকে। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৬মে’র মধ্যরাত থেকে। এই নির্দেশ জারি থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত।
৯। এবার লক ডাউনের পথে বিহার। সেখানেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমশই চেপে বসছে উদ্বেগ, আতঙ্ক। তাই ১৫ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করল নীতিশ কুমারের সরকার। বর্তমানে বিহার কোভিডে আক্রান্তের সংখ্যা ১,০৭, ৬৬৭।
১০। মাঝপথেই বন্ধ হল আইপিএল। বিসিসিআইএর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি দেখেই স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের এই সিজনে বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।