Daily
ফের ঊর্ধ্বমুখী ভারতে করোনার সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা পার করল আড়াই লক্ষের ঘর। একদিনে মৃতের সংখ্যাও হল রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৬১ জনের।
সিবিএসই’র পর এবার স্থগিত হল আইসিএসই। কাউন্সিলের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুলগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নির্দেশ।
আমেরিকা তার নাগরিকদের ভারতে আসতে নিষেধ করল। যারা ভ্যাকসিন পেয়েছেন তাদের উপরেও বহাল থাকছে এই ফরমান।
করোনা পরিস্থিতি জটিল হতেই দেশের বিভিন্ন শহরে দেখা যাচ্ছে পরিযায়ীদের বাড়ি ফেরার লম্বা লাইন।
পরিযায়ী শ্রমিকদের খাতায় এবার সরাসরি টাকা দেওয়ার সওয়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আজ টুইটে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান রাহুল। আজই করোনায় আক্রান্ত হন রাহুল।
মে মাসের প্রথম দিন থেকেই ১৮ বছর পার করলেই মিলবে করোনার ভ্যাকসিন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এবার সরব হল কলকাতা হাইকোর্ট। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের জবাব চাইল কোর্ট।
সপ্তম ও অষ্টম দফার ভোট এক সঙ্গে করার দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। যথারীতি কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল’কে কটাক্ষ করেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।
নির্বাচন কমিশনেও এবার করোনার থাবা। করোনায় আক্রান্ত হলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
করোনায় এবার আক্রান্ত হলেন টলিউড অভিনেতা জিৎ। এক টুইট বার্তায় জিৎ তাঁর সংস্পর্শে আসা মানুষদেরকে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন।
ব্যুরো রিপোর্ট