Daily

এই মুহূর্তে দেশের সব চেয়ে আলোচিত টপিক ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। কিছুদিন আগেই জানা গিয়েছিল বিয়ের ফুটেজ দেখানোর জন্য স্টার কাপলকে বিরাট অঙ্কের টাকা অফার করেছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। অঙ্কটা নাকি ১০০ কোটি টাকা! এবার জানা গেল কোন ওটিটি প্ল্যাটফর্ম ফাইনালি রাজি করাতে পেরেছে ভিকি ও ক্যাটরিনাকে এবং ঠিক কত টাকার রফা হয়েছে। ভিকি কৌশল ও ক্যাটরিনার ওয়েডিং ফুটেজ রাইটস প্রায় ৮০ কোটি টাকায় কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও।
এমনকি সূত্রের খবর মতো ভিকি ও ক্যাটরিনার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠানের পুরো দায়িত্বই নিজেদের কাঁধে তুলে নিয়েছে আমাজন প্রাইম ভিডিও। এমনকি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের পারফর্মেন্সের খরচও দেবে এই ওটিটি প্ল্যাটফর্মই। তবে এই বিষয়ে এখনও অফিশিয়াল সম্মতি পাওয়া যায়নি আমাজন প্রাইম অথবা স্টার কাপলের পিআর টিমের থেকে।
যে দেশে গত দুবছরে চাকরির আকাল, অর্ধেকের বেশি মানুষ অর্ধাহারে, অনাহারে দিন কাটান সেই দেশেই এতো বিলাস বহুল বিয়ে নিয়ে কিন্তু অবশ্যই সমালোচনার ঝড় উঠেছে এবং একটা প্রশ্ন এখানে অবশ্যই উঠছে বিয়ে নিয়েও ব্যবসা?
ব্যুরো রিপোর্ট