Jobs

টেট পরীক্ষার ফলাফল পুজোর আগেই জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগামী ৬ জুলাই টেট কাউন্সেলিংয়ের রুটিন জানিয়ে দেওয়া হবে এবং ফলপ্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করবে সংসদ।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর আগেই ফলপ্রকাশের গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পুজোর আগে-পরে একগুচ্ছ নিয়োগ হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে। সেই মত স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ পাবে।
উল্লেখ্য, মেধাতালিকায় মেরিট স্কোর না থাকার কারণে বিরোধীরা নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্চ প্রাথমিক বা প্রাথমিকে নিয়োগে কোন লবিবাজি বরদাস্ত করা হবেনা। তবে যত যাই হোক, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সারতে উদ্যোগী হল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, যাবতীয় তথ্যের জন্য চাকরিপ্রার্থীরা নজর রাখুন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই বিস্তারিতভাবে জানানো হবে সব কথা।
ব্যুরো রিপোর্ট