Daily

পেট্রোল, ডিজেলের পর এবার আমজনতার অন্যতম মাথা ব্যথার কারণ, বাজারে টমেটোর অগ্নিমূল্য। বাজারে গিয়ে আর টমেটো কিনতে হবে না সাধারণ মধ্যবিত্তদের। কারণ এবার সটান সেঞ্চুরি হাঁকিয়েছে টমেটোর দাম। চেন্নাই, অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
গোটা দেশে সবচেয়ে বেশি টমেটো উৎপাদিত হয় এই অন্ধ্রপ্রদেশেই। আর সেখানেই টমেটোর দামের অগ্নিমূল্য, ভাবাচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা, সকলকেই। বর্তমানে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় কেজি প্রতি ৬০-৮০ টাকা দরে টমেটো বিক্রি হলেও, ১০০- র গণ্ডি পেরোতে যে খুব বেশি সময় নেই, সেটা আঁচ করতে পারছে আমজনতা।
অসময়ের বৃষ্টিতে ভিজেছে ক্ষেত। লন্ডভন্ড হয়েছে চাষআবাদ। আর যে কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বলছেন চাষীরা। অন্যদিকে, জ্বালানীর মূল্যবৃদ্ধির তাপে পুড়ছে সমস্তকিছু। যেকারনে ভিন রাজ্য থেকে টমেটোর আমদানি খরচ বেড়েছে। অবিলম্বে মূল্যবৃদ্ধির হার আটকানো না গেলে, চরম দুর্ভোগে পড়বেন ক্রেতারা।
ব্যুরো রিপোর্ট