Daily

করোনার প্রভাবে এমনিতেই দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়। তার উপর পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘায়ের সমান হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। এবার সেই মূল্যবৃদ্ধির জ্বালায় কিছুটা হলেও প্রলেপ লাগাতে চলেছে তামিলনাড়ু সরকার। শুক্রবার, সপ্তাহের শেষদিনে ডিএমকে সরকারের অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগোরাজন ঘোষণা করেছেন শনিবার থেকেই গোটা রাজ্যে পেট্রোলের দাম একেবারে তিন টাকা হ্রাস পাবে। শেষ একমাস গোটা দেশ জুড়ে একবারের জন্যও কমেনি পেট্রোলের দাম। দাম না বাড়লেও তিন অঙ্কের সংখ্যাতেই দাঁড়িয়ে ছিল পেট্রোলের দাম। চেন্নাই-সহ দেশের চার মহানগরীতেই ১০০ এর উপরে বিক্রি হচ্ছে পেট্রোল। ডিজেলের দামও ছুঁতে চলেছে তিন অঙ্কের সংখ্যা।। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন গোটা দেশে কমেনি পেট্রোলের দাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল কেন্দ্র-রাজ্য সংঘাতের বিষয়টি নিয়েও।
২০২১ এ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের নির্বাচনী ইস্তাহারে পাঁচ টাকা পর্যন্ত পেট্রলের দাম কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। সেই প্রতিশ্রুতি পালনের জন্যই তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপ বলে মনে করছেন দেশের অর্থনীতি বিশারদরা।
যদিও এই পদক্ষেপের জন্য এম.কে.স্তালিনের সরকার প্রচুর ক্ষতির সম্মুখীন হতে চলেছে। সরকারের ক্ষতি হতে চলেছে প্রায় ১১৬০ কোটি টাকা। কিন্তু, এই পদক্ষেপ যে সাধারন মানুষের কাছে সরকারকে আরও গ্রহণযোগ্য করে তুলবে সে নিয়ে সন্দেহ নেই।
গতমাসেও, অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রের আরোপিত কর-ব্যবস্থার জন্য পেট্রোলের দামে বদল আনা, তাঁদের রাজ্যের পক্ষে সম্ভব নয়। PTR জানিয়েছিলেন, কেন্দ্র বর্তমানে যে কর ব্যবস্থা অনুসরণ করে চলে, তাতে পেট্রলের উপর আরোপিত ৩২.৯০ টাকার মধ্যে ৩১.০৫ টাকাই রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয় না। যার ফলে রাজ্যগুলি কোনওভাবেই দাম কমাতে পারে না। তাই আচমকা সরকারের এই সিদ্ধান্তে কিছুটা অবাক হলেও খুশি তামিলনাড়ুর সাধারণ মানুষ।
ব্যুরো রিপোর্ট