Prime
Daily
ফের দাম বাড়ার আশঙ্কা পেট্রোল-ডিজেলের
By sanchitabpn21 | September 20, 2021
Daily
ফের দাম বাড়ার আশঙ্কা পেট্রোল-ডিজেলের। গত ১৩ দিন ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে জ্বালানির দাম। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে ফের পারদ চড়তে পারে পেট্রোপণ্যের দামে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
আন্তর্জাতিক বাজারে এখন ব্যারেল প্রতি পেট্রোল, ডিজেলের দাম ৪-৬ ডলার বেড়ে গিয়েছে। খুচরো বাজারে এখনও অবধি এই মূল্যবৃদ্ধি প্রভাব বিস্তার করতে না পারলেও চরম সংকটের মুখে পড়েছে তেল বিপণন সংস্থাগুলি। আর তাই খুচরো বাজারে ফের আকাশ ছুঁতে পারে জ্বালানির দাম।
সারা দেশে এই মুহূর্তে জ্বালানির দাম রয়েছে সর্বকালীন রেকর্ড উচ্চতায়। চলতি বছরের এপ্রিল থেকে কমপক্ষে ৪১ বার দাম সংশোধন করা হয়েছে পেট্রোল, ডিজেলের। অন্যদিকে একাধিক কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল।
ব্যুরো রিপোর্ট