Daily

করোনা পরিস্থিতিতে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। এবার বঙ্গেও সেঞ্চুরি পাড় করে গেল পেট্রোলের দাম। মহানগরী কলকাতায় যদিও দুই ধাপ পিছিয়ে বিকোচ্ছে পেট্রোল। একইসাথে বাড়ছে ডিজেলের দামও। এদিন কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি ৩৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ২৮ পয়সা।
দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি হচ্ছে রাজস্থানের গঙ্গানগরে। সেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০ টাকা। বঙ্গে পেট্রোলের দাম লিটারপিছু ৩৫ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ২৮ পয়সা বাড়ায় দার্জিলিঙের পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম গিয়ে থেকেছে ১০০ টাকা ৮ পয়সায়। উল্লেখ্য, বিশ্ব বাজারে এদিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ শতাংশ কমে। অন্যদিকে দেশের বাণিজ্যনগরী মুম্বাইতে আজ পেট্রোলের দাম ১০৪ টাকা ৯০ পয়সা এবং ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯৬ টাকা ৭২ পয়সা দরে।
মুম্বইয়ের পাশাপাশি, দিল্লি, চেন্নাইতেও পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দাম বাড়াল দেশের তেল কোম্পানি গুলো। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এই জ্বালানি তেলের দাম। যা প্রভাব ফেলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর। কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে তার সরাসরি প্রভাব পড়ে পণ্যসামগ্রীর ওপর। দেশের বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেও কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার।
ব্যুরো রিপোর্ট