Market

অনেকটা অস্বস্তি বাড়িয়ে, অবশেষে খানিক স্বস্তির খবর ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। লাগাতার ঊর্ধ্বমুখী জ্বালানির দাম এবার খানিক নিম্নমুখী। দীপাবলির আগে দেশবাসীকে খুশির সন্দেশ দিলো নরেন্দ্র মোদী সরকার। কমলো পেট্রোল ডিজেলের দাম।
লিটার প্রতি পেট্রোলের দাম কমলো ৪ টাকা করে আর ডিজেল কমলো, প্রতি লিটার ১০ টাকা করে। এতদিন জ্বালানির দামের ঊর্ধ্বমুখী দামের ধারাবাহিক প্রবাহ একেবারে পথে বসিয়ে দিচ্ছিল সাধারণ মানুষকে। বাড়ছিল পরিবহন খরচ। বাড়ছিল জিনিসপত্রের দাম। তবে এবার অল্প খানিক হলেও, স্বস্তি তো এসেছে বটেই। আগামীকাল, অর্থাৎ ৪ নভেম্বর থেকে জ্বালানির এই নতুন দাম কার্যকর হবে। আসলে পেট্রল ও ডিজেলের আসল যা দাম, তার উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পরেই তা আরও মহার্ঘ্য হয়ে ওঠে। ফলে সরকারি ভাবে শুল্কের অঙ্গ কমালে জ্বালানির দামও অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
বহুদিন ধরেই জ্বালানির মূল্যবৃদ্ধির এই রকেট গতিতে সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রের কাছে ভ্যাট কমানোর আবেদন জানিয়ে, লাভের লাভ কিছুই হচ্ছিল না। তবে এবারকার ভোটযুদ্ধে ভরাডুবির পর সিদ্ধান্ত পরিবর্তনের পথে হাঁটছেন মোদী সরকার। অন্তত এমনটাই মনে করছে বিরোধী শিবির।
ব্যুরো রিপোর্ট