Prime
Daily
সেঞ্চুরিতে পেট্রোল আর ডবল সেঞ্চুরিতে সর্ষের তেল
By sanchitabpn21 | September 6, 2021
Daily
সেঞ্চুরিতে পেট্রোল আর ডবল সেঞ্চুরিতে সর্ষের তেল। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় এখন এমনই আবহাওয়া বইছে।
এখন থেকে সর্ষের তেলের ঝাঁঝ এবং দাম দুইই চোখে জল আনবে আমজনতার। শহরজুড়ে সবাই যখন মত্ত পেট্রোল ডিজেলের দাম কমাতে ধর্মঘটে সামিল হতে, তখন ফাঁকতালে ২০০র সীমানা ছুঁলো সর্ষের তেলের গন্ডি। লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৭-২০০ টাকা দরে।
একে মধ্যবিত্তের পকেটে টান, তায়ে হু হু করে বাড়ছে তেলের দাম। কোথায় যাবেন তারা? যদিও বিরোধী দলগুলো এই পরিস্থিতির জন্য মোদি সরকারকেই দুষছেন। এখন সব ঝঞ্ঝা কাটিয়ে উঠে কবে মধ্যবিত্তের নাগালে আসে সর্ষের তেল , সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট