Market

দামে ও মানে ঝাঁঝ বেড়েছে সর্ষের তেলের। লাগাম ছাড়িয়ে ঝড়ের মতো বাড়ছিল ভোজ্য তেলের দাম। মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল মূল্য। কব্জি ডুবিয়ে তেলের ঝাঁঝালো গন্ধে খাওয়া স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছিল বাঙালি জাতির।
বাম্পার অফার! সুখবর দিলো বিশেষজ্ঞ মহল। আগামী ডিসেম্বরের মধ্যেই হাতের মুঠোয় একেবারে সাধ্যের মধ্যে আসতে চলেছে ভোজ্যতেলের দাম। যদিও ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে পাইকারি বাজারে। দাম কমেছে কেজি প্রতি প্রায় ১০ থেকে ১৫ টাকা। আন্তর্জাতিক বাজারে সয়াবিন অয়েল ও পাম অয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বৃদ্ধি পায় বলে মনে করছে প্রশাসন।
অন্যদিকে দেশে তৈলবীজের আমদানি শুরু হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ আমেরিকা থেকে। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মধ্যবিত্তরা বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
ব্যুরো রিপোর্ট