Daily

ফের নাগালের বাইরে সোনার দাম। বিয়ের মরশুম পড়েছে কি পড়েনি, আকাশছোঁয়া হয়েছে সোনার দাম। পাকা সোনার দাম পেরোলো ৫১ হাজারের গণ্ডি। গত বৃহস্পতিবার মাত্র একদিনের মাথায় কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম বেড়ে হয়েছে ৯৫০ টাকা।
সোনার দাম পড়ায়, ব্যবসা বাড়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের সেই গুড়ে বালি দিয়ে দিল এই আকস্মিক মূল্যবৃদ্ধি। তবে দাম যে বাড়বে, সে বিষয়ে আগেই আন্দাজ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এক মাসের সামান্য বেশি সময়ে ৩০০০ টাকারও বেশি বেড়েছে দাম। জিএসটি ধরে যে অঙ্কটা দাঁড়াচ্ছে ৫১,৪৪৮.৫০ অঙ্কে। অন্যদিকে ২২ ক্যারেট গহনা সোনার দাম হয়েছে ৪৮,৮২২ টাকা।
যেখানে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি দৈত্যাকার রূপ নিয়েছে, সেখানে সোনার দাম যে বাড়বে, সেটাই স্বাভাবিক। আর ভারতের বাজারে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। সেখানে দাম যে ফের বাড়তে পারে, সে আশঙ্কাও একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না।
পরিসংখ্যান বলছে, বিশ্ব বাজারে প্রতি আউন্স পাকা সোনা সম্প্রতি ৪০ ডলার বেড়ে হয়েছে ১৮৬২ ডলার। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আগামী বছর আন্তর্জাতিক দুনিয়ায় মূল্যবৃদ্ধির হার ২.৪% হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যার ফলে আরও মাথা তুলতে পারে সোনার দাম।
ব্যুরো রিপোর্ট