Prime
Daily
শীর্ষ ছুঁয়ে ফের নামলো পারদ, বেশ খানিকটা সস্তা হলো সোনা
By sanchitabpn21 | August 25, 2021
Daily
শীর্ষ ছুঁয়ে ফের নামলো পারদ, বেশ খানিকটা সস্তা হলো সোনা। সোমবার একলাফে প্রায় শীর্ষ ছুঁয়ে মঙ্গলবার ফের নামলো পারদ। অন্যদিকে বিশ্ববাজারেও মূল্যবৃদ্ধির পারদ নামায় বেশ স্বস্তিতে বিনিয়োগকারীরা।
এদিন, এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.২% কমে দাঁড়িয়েছে ৪৭,৪৯৫ টাকা। পাশাপাশি কমেছে রুপোর দামও। এক কিলোগ্রাম রুপোর দাম ০.২% কমে দাঁড়িয়েছে ৬২,৭৯৮ টাকা। এদিন বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২% কমে দাঁড়িয়েছে ১,৮০১.৭৮ ডলারে। রুপোর দাম পড়েছে ০.৫%।
গত সেশনে সোনার দাম ০.৯% বৃদ্ধি পাওয়ায় কারণে ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৫৬,২০০ টাকায়। ফলে বেশ অস্বস্তিতে পরে আমজনতা। তবে ফের নিম্নমুখী হয় সোনার দাম। গত চারমাসের ব্যবধানে সর্বনিম্ন দাম দাঁড়ায় ৪৫,৬০০ টাকায়। এই মুহূর্তে রেকর্ডের থেকে ১০ গ্রাম সোনার দাম ৮,৭০০ টাকা কম আছে।
ব্যুরো রিপোর্ট