Daily

আবারও সস্তা হলো সোনালি ধাতু, বাজারে ব্যাপকহারে পড়ল সোনার দাম। তাই আপনি যদি ঠিক করে থাকেন যে সোনায় ইনভেস্ট করবেন তাহলে এর থেকে ভালো সময় আর পাবেন না। একলাফে প্রায় ৯৭৮৩ টাকা কমলো সোনার দাম। গত ৭ই সেপ্টেম্বরের পর ফের পতন দেখল সোনার দাম। দিল্লির সারাফা মার্কেটে জারি হয়েছে পতন।
আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় ১৮১৫ ডলার প্রতি আউন্স। কমেছে রুপোর দামও। দিল্লির সারাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৩৭ টাকা। অগাস্ট মাসে সোনার দাম ৫৬ হাজারের ঘোর ছোঁওয়ার পরই এক ধাক্কায় ৯৭৮৩ টাকা পড়ল সেপ্টেম্বরের শুরুতে। ৯৯.৯৯% বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম দিল্লিতে এই মুহূর্তে ৪৬ এর ঘরে।
পুজোর মরশুমে সোনার দামের পতন দেখায় স্বস্তিতে মধ্যবিত্ত। তবে এই অবস্থা খুবই সাময়িক। বিশেষজ্ঞদের মতামত বলছে, চলতি বছরের শেষের দিকে ৬০ হাজারের ঘর ছুঁতে পারে সোনা। তাই সোনায় ইনভেস্টমেন্টের প্ল্যান থাকলে দেরি না করে এখুনি করে ফেলুন।
ব্যুরো রিপোর্ট