Daily

বাজারে সোনার দামের নিম্নগতি স্বস্তি বাড়লো ব্যবসায়ীদের। সম্প্রতি সোনার দামের উর্ধ্বগতিতে চাপ বাড়ছিল ব্যবসায়ীদের। তবে হঠাৎ দরপতন ব্যবসার চাকা সামান্য ঘোরাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার, বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১০০০ টাকা। বাজারে সোনার চাহিদা কম। এরই মধ্যে যদি মূল্যবৃদ্ধি হয়, তবে বিক্রিতে যে অন্ধকার নামবেই, সেটা ভালই আঁচ করতে পেরেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম সোমবারের চেয়ে ৯৫০ টাকা কমে হয়েছে ৪৮,৭০০ টাকা। কমেছে রুপোর দামও।
সোনায় চাহিদা কমলেও বাজারে ফাটকা লেনদেন বাড়ায় সোনার দামের এই ওঠানামা বলেই মনে করছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সভাপতি। তবে ফের যে দাম বাড়বে, তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট