Daily

একে কাঁচামালের দাম আকাশছোঁয়া, আর অন্যদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি বাড়িয়েছে পরিবহন খরচ। আর এই দুইয়ের সাঁড়াশি আক্রমণের ফলে, বিপুল পরিমাণ খরচ বেড়েছে আবাসন শিল্পে। ফলে, ফ্ল্যাটের দাম বাড়তে পারে ১০% পর্যন্ত। এমনই আশঙ্কা প্রকাশ করলো আবাসন শিল্প সংগঠন, ক্রেডাই।
কমদামী আবাসনের বড়ো মার্কেট হলো বাংলা। বাংলার ৯৫% ঘরবাড়িই কম দামের মধ্যে কেনা বেচা হয়। তবে এবার সেখানেও মূল্যবৃদ্ধির কোপ বসলে, চরম দুর্দশার শিকার হবেন সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা। মহামারীর কামড়ে বিপর্যস্ত আবাসন শিল্পকে মূল খাতে ফিরিয়ে আনার জন্য সরকার কম চেষ্টা করেনি। সার্কেল রেট থেকে স্ট্যাম্প ডিউটি, সমস্ত কিছুতেই ছাড় দেওয়া হয়েছিল। ফলও পাওয়া গিয়েছিল হাতেনাতেই। একধাক্কায় বেড়েছিল বিক্রি। স্বস্তি পেয়েছিল সাধারণ ক্রেতারা। কিন্তু কাঁচামাল আর ডিজেলের মূল্যবৃদ্ধি সেই গুড়ে বালি মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পকর্তারা।
আর্থিক বোঝায় কার্যত পর্যুদস্ত আবাসন শিল্প। কাঁচামালের দাম ১২% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ফলে আবাসনের ক্ষেত্রে বর্গফুট প্রতি খরচ বেড়েছে ৩০০-৪০০ টাকা। আর রাজ্যের বেশির ভাগ আবাসন কম খরচের আওতাভুক্ত হওয়ায় ধুঁকতে হচ্ছে আবাসন শিল্পকে। টান পড়ছে শিল্পের মূলধনে।
ব্যুরো রিপোর্ট