Market
আনাজ থেকে আলু। বাজার করতে গিয়ে মূল্যবৃদ্ধির ঝাঁঝে নাকাল সাধারণ মানুষ। এরই মধ্যে নতুন করে যোগ হল আতঙ্ক। জানা গিয়েছে, পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার পৌঁছে গিয়েছে ১৫ শতাংশে। ন’বছরের মধ্যে যা সর্বাধিক। সংশ্লিষ্ট মহল মনে করছে, এর ফলে আবারও সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, পাইকারি বাজারে এভাবে মূল্যবৃদ্ধি মাথা চাড়া দিয়ে ওঠার কারণ অপরিশোধিত তেল থেকে বিদ্যুৎ, জ্বালানি, কয়লা এমনকি খাদ্যপণ্যের দাম বেড়েছে গ্যালোপিং গতিতে। একদিকে যেমন সব্জি থেকে আলু, ফল থেকে গম- ছেঁকা দিচ্ছে সকল খাদ্যপণ্য, ঠিক তেমনই জ্বালানি, বিদ্যুৎ, ধাতু, রাসায়নিকের দামও চড়ছে ভালোরকম। তবে আগুন দাম লেগেছে অশোধিত জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাসে। সরকার অবশ্য বলছে, গরমকালে যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে অধিকাংশ খাদ্যপণ্যের দামকে অনেকটাই ঠেলে তুলে দিচ্ছে ওপরের দিকে।
তবে হ্যাঁ, এটাও ঠিক যে মূল্যবৃদ্ধির ছেঁকা শুধু ভারতের গায়েই লাগেনি। গোটা বিশ্ব মূল্যবৃদ্ধির জ্বরে আক্রান্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জুন মাসে ফের রেপো রেট বাড়াতে পারে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের এই একের পর এক পদক্ষেপ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে হয়ত রাখবে ঠিকই, কিন্তু কতদিনে সুরাহা পাবে সাধারণ মানুষ? সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশবাসী।
বিজনেস পাইম নিউজ
জীবন হোক অর্থবহ