Daily

জ্বালানি, ভোগ্যপণ্য, খাদ্যদ্রব্য – এই সমস্ত কিছুর থেকে মূল্যবৃদ্ধির শকুনি দৃষ্টি এবার পড়েছে বিদ্যুতের দামে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যখন কালঘাম ছুটছে আমজনতার, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাত ঘটালো বিদ্যুতের মূল্যবৃদ্ধি। আর এই মুহূর্তে কয়লার ঘাটতির কারণে চরম সংকটে রয়েছে, দেশের বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদ্যুত্ বিতরণ কোম্পানিগুলি।
আসলে, ভারতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া গেলেও মূলত আমদানীকৃত কয়লার উপরই নির্ভর করে দেশ। আর যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে আমদানি করতে গেলে খরচ যে বাড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই খরচের অর্থ বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার পকেট থেকেই যাবে। তাই বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি সম্মিলিতভাবে অটোমেটিক পাস থ্রু মডেল নামে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। ভবিষ্যতে যদি জ্বালানির দাম বাড়ে তাহলে এই নয়া মডেল অনুযায়ী বিদ্যুত্ বিতরণকারী সংস্থাগুলিকেও অতিরিক্ত দাম দিতে হবে।
সরকার যদি সত্যিই এই সিদ্ধান্ত নেয় তাহলে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোর লাভ হলেও, আখেরে চরম সমস্যায় পড়বেন আমজনতা। যদিও এই মূল্যবৃদ্ধি ঘটাতে গেলে রাজ্য কমিশনের মতামত নেওয়া জরুরি। তাই এই মূল্যবৃদ্ধির বাজারে পটকা ফাটিয়ে সাধারণ মানুষের ঘাড়ে আর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপলো নাকি, সেটা সময়ই বলবে।
ব্যুরো রিপোর্ট