Daily

অবশেষে হাতের নাগালে মিলবে ভোজ্য তেল। সম্প্রতি এমনই পূর্বাভাস দিল কেন্দ্র। আগামী ডিসেম্বর থেকেই কেন্দ্র রাশ টানতে চলেছে ভোজ্য তেলের দামে। এবার থেকে সয়াবিন, পাম, ও সর্ষের তেলের দাম কমার আশ্বাস পেয়ে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত।
কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে হঠাৎ তেলের দাম কমছেই বা কেন? প্রশ্নের উত্তরে ফুড এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের সম্পাদক জানান, এই মরশুমে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হবে সয়াবিনের। বাড়বে সর্ষের সহজলভ্যতা। কাজেই বাইরে থেকে তেল আমদানি খরচ কমবে। ফলে হাতের নাগালে আসতে হয়ত চলেছে ভোজ্য তেলের দাম।
বায়োফুয়েলের নীতি অনুসারে, তেল উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন করছে না ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আর এদিকে ভারতের ৬০% ভোজ্য তেল আমদানি করতে হয় বিদেশ থেকে। তবে দেশে কাঁচামালের উৎপাদন বাড়লে যে আর বিশেষ মূল্যবৃদ্ধির রোষে পড়তে হবে না আমজনতাকে, তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট