Market

ডিসেম্বরের পর আরও একবার ধসের ছায়ায় রইলো ক্রিপ্টো মার্কেট। বিটকয়েনের থেকে ইথেরিয়াম সমস্ত ক্ষেত্রেই বিরাট পতন দেখলো ক্রিপ্টো মূল্য। ফেডারেল রিজার্ভ বাজার থেকে স্টিমুলাস প্রত্যাহার করার পূর্ভাবাস আসতেই হুড়মুড়িয়ে কমতে থাকে বহু সম্পদের দাম। আর ঠিক সেই কারণেই ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে বলেছে অভিমত বাজার বিশেষজ্ঞদের।
গত ২৪ ঘণ্টায় ক্রিপ্টো মার্কেটে ক্যাপিটালাইজেশন কমেছে ৫.১৭%। বিটকয়েনের দাম ৪.০২ শতাংশ কমে ৩৯,৯১৩.৯৩ ডলারে দাঁড়ায়। ইথারিয়ামের দাম কমে ৫.৪৩ শতাংশ। একইসঙ্গে মূল্য পতনের তালিকায় রয়েছে পোলকাডট, লাইটকয়েন, কার্ডানোরও। প্রসঙ্গত, ২০২১- এর নভেম্বর থেকে বিটকয়েনের দামের পতনের ফলে এর মোট বাজার মূল্যে ৬০০ বিলিয়নেরও বেশি মুছে গিয়েছে। সামগ্রিক ক্রিপ্টো বাজার থেকে ১ ট্রিলিয়নের ডলারেরও বেশি হারিয়েছেন বিনিয়োগকারীরা।
এদিকে ভারতে ক্রিপ্টোকারেন্সির মার্কেট এখন চায়ে পে চর্চার মতোই। যদিও এর আগে শীতকালীন অধিবেশনে ক্রিপ্টো বিলটি সংসদে তালিকাভুক্ত করার কথা থাকলেও হলেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। আসন্ন বাজেট অধিবেশনে সেটি পেশ করা হবে কিনা, তা নিয়েও জল্পনা এখন তুঙ্গে। আর এই অনিশ্চয়তার মধ্যে এখন যদি ভারতীয় ক্রিপ্টো বিনিয়োগকারীরা তাদের ক্রিপ্টো বিক্রি করা শুরু করেন, তাহলে আরও বড়সড় পতন ঘটতে পারে ক্রিপ্টো বাজারে।
ব্যুরো রিপোর্ট