Trending

স্টিভ জোবসও করেছিলেন চাকরির আবেদন। তাও সেটা অ্যাপল প্রতিষ্ঠার আগে। আর সেই চাকরির আবেদনপত্র উঠল নিলামে। ভারতীয় মুদ্রায় যার দাম পৌঁছে গেল আড়াই কোটি টাকায়।
১৯৭৩ সালে ১৮ বছরের স্টিভ জোবস চাকরির জন্য একটি আবেদন করেছিলেন। সেটা আবার নিজের হাতে লিখেই। ছোটবেলায় যেভাবে প্রত্যেকেই অ্যাপ্লাই করে থাকেন চাকরির, ঠিক সেভাবেই স্টিভ জোবস শিক্ষানবীশ হিসেবে নিজের হাতে লিখে এই আবেদনপত্র জমা দিয়েছিলেন। সেখানে নিজের ড্রাইভিং লাইসেন্সের উল্লেখ থাকলেও ছিল না কোন ফোন নম্বর।
স্টিভ জোবসের চাকরির এই আবেদনপত্রটি আগেও নিলামে ওঠে নিউ ইয়র্কের বোনহামসে। এরপর মালিকানা বদল হয় সেই আবেদনপত্রের। চলতি বছর মার্চ মাসেও এই আবেদনপত্রটি নিলামে উঠেছিল। সেই সময় এর দাম দাঁড়ায় ভারতীয় মুদ্রায় ১.৭ কোটি টাকা। তবে এইবার নিলামে ওঠার একটা বিশেষত্ব আছে। জানা গিয়েছে, স্টিভ জোবসের আবেদনপত্রের আসল কপিটিই শুধু নয় তার সঙ্গে ইথেরিয়ামের মাধ্যমে অনলাইনেও নিলাম করা হয়েছে।
ব্যুরো রিপোর্ট