Daily

আশঙ্কা ছিলই। এবার সেটা বাস্তবায়িত হলো মাত্র। করোনার দাপট কাটিয়ে উঠে যখন ছন্দে ফিরছিল ব্যবসা। সোনার দামের ঊর্ধ্বগতি বাঁধ সাধলো ঠিক সেখানেই। ফের হাতের নাগালে সোনার দাম। আর সোনার দামের ঊর্ধ্বগতিতে শিরদাঁড়া ভাঙছে শিল্পের।
কলকাতার বুকে জিএসটি ছাড়াই পাকা সোনার (২৪ ক্যারেট) দাম পেরিয়েছে ৫০ হাজারের গণ্ডি। যা কিনা শুক্রবারের থেকে ২০০ টাকা বেশি। জিএসটি যোগ করলে পাকা সোনার দাম দাঁড়াচ্ছে ৫১,৫৫১.৫০ টাকা। অন্যদিকে কাঁচা সোনার দাম (২২ ক্যারেট) ৪৭,৫০০ টাকা। জিএসটি যোগ করলে যা দাঁড়াচ্ছে ৪৮,৯২৫ টাকাতে। অতিমারি কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছিল ব্যবসা, হাসি ফুটেছিল ব্যবসায়ীদের মুখে। পরিবর্তন ডেকেছিল এবছরের ধনতেরাস। কিন্তু সবই এখন অথৈ জলে।
এইভাবে দাম চড়তে থাকলে, যাঁরা বিয়ের মরশুমের আগে সোনার গয়না বানিয়ে রাখবেন ভেবেছিলেন, তাঁরা হয়তো এবার সেদিকে এগোতে হলে দু’বার ভাববেন। হয়তো পুরনো গয়না ভাঙ্গানোর অথবা হালকা ওজনের গয়না বানানোর দিকেই এগোতে পারেন তারা। সংশ্লিষ্ট মহলের কর্তারা অন্তত সেটাই মনে করছেন।
আর এর নেপথ্যে রয়েছে মূল্যবৃদ্ধির মাথাচাড়া দেওয়া পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে পাকা সোনা আউন্সে ছাড়িয়েছে ১৮৫০ ডলার। আগামীদিনে সেটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। আর যার প্রভাব পড়বে ভারতসহ গোটা বিশ্বে।
ব্যুরো রিপোর্ট