Market

সেনসেক্সর প্রান ফিরেছে সবে কিছুদিন হল। মে থেকে জুলাই অবধি সূচকটির অবস্থা বেশ খারাপ হলেও, ৬০ হাজারের চৌহদ্দিতে সূচকটি ঘোরাফেরা করছে বর্তমানে। কিন্তু ভারতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়ানোয়, ফের ভারতে শেয়ার কিনতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। যার ফলে আগস্টে আবার ঊর্ধ্বমুখী বাজার। গত শুক্রবার সেনসেক্স ছিল ৫৯,৭৯৩ অঙ্কে।
বিএসই-তে রেকর্ড ২৮৩ লক্ষ কোটি টাকা সব শেয়ারের মোট মূল্য দাঁড়ায় । আর তারই সঙ্গে উঠে দাঁড়িয়েছে শেয়ার ভিত্তিক মিউচুয়াল ফান্ডের NAV (Net Asset Value)। তবে এসবের পরেও, লগ্নিকারীদের যেন পিছু ছাড়তেই চাইছে না মূল্যবৃদ্ধি। বিশেষজ্ঞদের অনুমান এই মূল্যবৃদ্ধির হার আরও বাড়লে সুদ আরও চড়বে।
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এখন কেবল একটাই আশা, পণ্যের চাহিদা বাড়বে এই উৎসবের মরসুমে। তার প্রতিফলন ঘটবে সেপ্টেম্বর এবং ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার আর্থিক ফলে। তার ফল আশানুরূপ হলে চাঙ্গা থাকবে সূচক আর তারই সাথে বাড়বে ইক্যুইটি ফান্ডে লগ্নিও। যা শক্তি জোগাবে বাজারে। আচমকা বিদেশ থেকে বড় ধাক্কা না এলে ফান্ডের ন্যাভ ও সুচকে রেকর্ড উচ্চতা দেখা যেতে পারে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ