Market

বিখ্যাত আবাসন নির্মাণ সংস্থা প্রেস্টিজ গ্রুপ এবার বিনিয়োগ করতে চলেছে সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের মহালক্ষ্মীতে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এবং টার্ফ ভিউতে এই বিপুল বিনিয়োগ করতে চলেছে তারা। সংস্থার বক্তব্য এর ফলে প্রায় ৭ মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা জুড়ে তারা অভূতপূর্ব উন্নতি ঘটাবে।
সূত্রের খবর, মহালক্ষ্মীতে এই নতুন কমার্শিয়াল ডেভেলপমেন্টের জন্য একটি বিল্ডিং তৈরি হবে গ্রাউন্ড সহ ৬৩ তলা এবং অপর আরেকটি বিল্ডিং তৈরি হবে ৪৩ তলার মত। জানা গিয়েছে, এই বিল্ডিংই দেশের সবচেয়ে লম্বা বিল্ডিং হতে চলেছে। ২.৫ মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা জুড়ে এই বিল্ডিং তৈরির কাজ শেষ হবে আগামী ২০২৫ সালের মধ্যে। এর মধ্যে ৪ লক্ষ স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করা হবে বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য। বিল্ডিংয়ের টপ ফ্লোরে তৈরি করা হবে বিজনেস ক্লাব। অতিমারির ধাক্কা সামলেও আবাসন শিল্পে এত বড় অঙ্কের বিনিয়োগ এই সময়ে তেমন একটা হয়নি। যদিও প্রেস্টিজ সংস্থা সূত্রে খবর, এই আবাসন তৈরি হয়ে গেলে ব্যাঙ্কিং, ফাইনান্সিয়াল সার্ভিস, বিমা, আইটি সংস্থা এমনকি বহু স্টার্ট আপ সংস্থার কাছে এই আবাসন অন্যতম কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে।
ব্যুরো রিপোর্ট