Daily

ফের করোনার চোখ রাঙানি। আফগান মুলুক ফেরত ১৬ জনের শরীরে মিললো করোনার উপস্থিতি। জঙ্গি অধিকৃত সুদূর আফগানিস্তান থেকে প্রাণ হাতে করে এদিন ভারতে ফেরেন ৭৮ জনের একটি দল। যাদের মধ্যে ১৬ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাসের উপস্থিতি।
কোভিড আক্রান্ত যাত্রীদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে। তারা দেশে ফিরলেও, এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি তারা। বাকিদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আফগানিস্তান থেকে ৭৮ জনের এই দলকে প্রথমে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাজাকিস্তানে। সেখান থেকে বায়ুসেনার বিমানে তারা ভারতের দিল্লিতে ফেরে। তৎক্ষতান তাদের কোভিড পজিটিভ রিপোর্ট ধরা পড়ায় আলাদা করে রাখা হয়।
প্রসঙ্গত, তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে এখনও পর্যন্ত ৬২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ২৮৮ জনই ভারতীয়। এছাড়া ৭৭ জন হলেন আফগানি শিখ। আফগান মুলুক থেকে উদ্ধারকার্য এখনও জারি রয়েছে। সূত্রের খবর, ফিরিয়ে আনা হতে পারে আরও অনেককে।
ব্যুরো রিপোর্ট