Daily

আমফানের স্মৃতি আজও টাটকা রাজ্যবাসীর। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয়েছিল প্রশাসনকে। বছর ঘুরতে না ঘুরতেই সেই স্মৃতি উস্কে হাজির আরও এক ঘূর্ণিঝড়। শক্তিতে হার মানায় আমফানকেও। তাই এবার আগে ভাগেই প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল। কোমর বেঁধে প্রস্তুত বন দপ্তরের কর্মীরাও।
কলকাতা পুর এলাকার জন্য ২০টি বিপর্যয় মোকাবিলা দল তৈরি করেছে বন দফতর। প্রতিটি দলে ছ’জন করে গাছ কাটার লোক এবং দু’জন করে বনকর্মী থাকবেন। তাঁদের সঙ্গেই থাকবেন কলকাতা পুলিশের এক জন করে কর্মী। ওই ২০টি দলের মধ্যে ১৬টি দল থাকবে কলকাতা পুলিশের ন’টি ডিভিশনের ১৬টি থানায়। বাকি চারটি দল থাকবে লালবাজার এবং এ জে সি বসু রোডের পুলিশ ট্রেনিং স্কুলে। দলগুলিকে পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছে রাজ্যের মুখ্য বনপাল শুভঙ্কর সেনগুপ্তকে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের পরে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে তৈরি পাঁচটি ডিভিশনে ১৬টি কুইক রেসপন্স টিম। কলকাতা পুলিশের সাহায্য নিয়েই কুইক রেসপন্স টিম রাস্তা পরিষ্কার করবে।
আবহাওয়া দফতরের অনুমান, কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়-পরবর্তী শহরকে স্বাভাবিক রাখার পরিস্থিতি নিয়ে রবিবারই বৈঠক করেছেন পুলিশ কমিশনার। পুলিশের প্রতিটি ডিভিশনে এক জন করে এসি-র নেতৃত্বে বিরাট বাহিনীও প্রস্তুত রাখা হচ্ছে। তৈরি লালবাজার কন্ট্রোল রুম।
ব্যুরো রিপোর্ট