Daily

এবার এয়ারটেলের দেখানো পথেই হাঁটতে চলেছে ভিআই। প্রিপেড খরচ বাড়াচ্ছে ভিআই-এর। ২৫% পর্যন্ত বাড়তে চলেছে ভিআই-এর প্রিপেড প্ল্যান। আগামী ২৫ শে নভেম্বর থেকে চালু হতে চলেছে এই প্ল্যান।
যদিও দাম বাড়লেও এয়ারটেলের থেকে সস্তা থাকছে ভিআই-এর প্রিপেড প্ল্যান। কিন্তু কিছু প্ল্যান-এর মূল্য একই দাঁড়াবে বলে জানা যাচ্ছে। নতুন প্ল্যান অনুযায়ী, ২৮ দিনের ৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৯৯ টাকা। আবার, ভিআইতে ২,৩৯৯ টাকার যে প্ল্যান ছিলো তা বেড়ে দাঁড়াচ্ছে ২,৮৯৯ টাকা। যা এয়ারটেলের থেকে ১০০ টাকা কম।
যদিও ভারতী এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ ব্যবসায়িক মডেল গঠনের লক্ষ্যে সংস্থা সবসময় মোবাইল ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’ ২০০-৩০০ এর গণ্ডিতে রাখারই চেষ্টা করেছে। আর এর ফলে মূলধনের উপর রিটার্নও পাওয়া যায় যুক্তিসম্মতই।
ব্যুরো রিপোর্ট