Daily

সকল অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েরা যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করেছে। এই যোজনার অন্তর্গত সমস্ত অন্তঃসত্ত্বা এবং সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়েরা প্রতি বছর নিজেদের অ্যাকাউন্ট এ ৫ হাজার টাকা করে পাবেন।
এই যোজনার মূল উদ্যেশ্য হল এই সব অন্তঃসত্ত্বা এবং যারা শিশুদের স্তন দুগ্ধ পান করান তাদের স্বাস্থের উন্নতি। অর্থনৈতিক ভাবে দুর্বল এইসব মহিলারা বেশিরভাগই অপুষ্টি এবং রক্তাল্পতায় ভোগেন। আর এই কারণেই সন্তানের জন্ম দিতে গিয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। আর শুধু মায়েরাই নন, এই অপুষ্টির প্রভাব গিয়ে পড়ে শিশুদের ওপরও। এই প্রকল্পের অধীনে এলে আর্থিক সাহায্য করে তাদের অপুষ্টির হাত থেকে অনেকটা রক্ষা করা সম্ভব হবে। যেসব মহিলারা দৈনিক মজুরীর বিনিময়ে কাজ করেন, গর্ভবতী হওয়ার পরে তাদের পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। এই সময় তাদের প্রয়োজন হয় আর্থিক সাহায্যের। এই যোজনার অধীনে এলে তারা সেই সুবিধা পেতে পারবেন।
এই যোজনায়, গর্ভবতী হওয়ার ১৫০ দিনের ভেতর প্রথম কিস্তিতে পাওয়া যাবে ১০০০ টাকা, ২য় কিস্তিতে ১৮০ দিনের ভেতর ২০০০ টাকা এবং ডেলিভারি হবার পর ও বাচ্চার প্রথম টিকা করণ হবার পর ৩য় কিস্তিতে দেওয়া হবে ২০০০ টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে একবারই, শুধুমাত্র প্রথম সন্তানের ক্ষেত্রে। ২য় সন্তানের সময় কিন্তু এই প্রকল্প কার্যকরী নয়।
এই প্রকল্পের সাহায্য নিতে হলে কাছাকাছি হেলথ সেন্টার এ গিয়ে আবেদনকারীর আধার নম্বর এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। তারপর সেখানে একটি কার্ড দেওয়া হবে যা আবেদন করার সময় লাগবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ