Daily

বি পি এন ডেস্কঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সুবিশাল বহুমুখী হিমঘরে শুরু হলো আলু সংগ্রহের কাজ।১২ই মার্চ শুক্রবার থেকে শুরু হল এই আলু সংগ্রহের কাজ,যা চলবে আগামী 29 শে মার্চ পর্যন্ত।এদিন আলু সংগ্রহ করতে জেলার আটটি ব্লক সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার বহু কৃষক আসে গঙ্গারামপুরের বহুমুখী হিমঘরে।উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘিতে অবস্থিত গঙ্গারামপুর এগ্রিকালচার কো অপারেটিভ মার্কেটিং সোসাইটির বহুমুখী হিমঘর।হিমঘরের দুটো চেম্বারে প্রায় দুই লক্ষ আলুর বস্তা রাখার ব্যবস্থা রয়েছে।কৃষকদের সুবিধার্থে আগাম বন্ডের টাকা না নিয়েই হিমঘরে রাখা হচ্ছে আলু,যার কারণে জেলার মধ্যে খ্যাতি অর্জন করেছে গঙ্গারামপুরের এই বহুমুখী হিমঘর। প্রতিবছর জেলা সহ জেলার বাইরের কৃষকেরা আলু সংগহ করতে ভিড় জমায় হিমঘরে।সেইমতো এবারেও দক্ষিণ দিনাজপুর জেলা শহরের বাইরের কৃষকেরা বহুমুখী হিমঘরে আলু সংগ্রহ করতে জমায়েত হয়েছে।ইতিমধ্যে হিমঘরে আলু রাখতে ৫১২নং জাতীয় সড়কে সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষকদের বিভিন্ন যানবাহন।এদিকে ভোটের মুখে 512 নম্বর জাতীয় সড়কের উপরে যাতে কোনরকম যানজট তৈরি না হয় সেই কারণে ইতিমধ্যে হিমঘর এলাকা পরিদর্শন করেছে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারি সহ হিমঘর কর্তৃপক্ষ।