Market
ফের চাপ বাড়ছে হেঁশেলে। ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে আলু। শহর থেকে জেলা সর্বত্রই অগ্নিমূল্য আলু। আলুর দাম বেড়েছে কেজি প্রতি ১০-১২টাকা।
রান্নার গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। শুধু চন্দ্রমুখী নয়। বেড়েছে জ্যোতি আলুর দামও। তারপরেই আশঙ্কা জমা হচ্ছে বঙ্গবাসীর হেঁশেলে। তবে কি এবার বাঙালির পাত থেকে বাদ পড়তে চলেছে আলু? গতকাল সকালেও শহরের বিভিন্ন জায়গায় আলুর দাম ঘোরাফেরা করছে ২৮ টাকার কাছাকাছি। এমনকি শিয়ালদা কোলে মার্কেটের পাইকারি বাজারে আলুর দাম বেড়ে হয়েছে ২৪ টাকা। স্বাভাবিকভাবেই বাজারে আলু কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এখন প্রশ্ন হচ্ছে আলুর দাম এভাবে বাড়ছে কেন?
অনেক ব্যবসায়ী বলছেন, এবারে আলুর ফলন বেশ কম হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সাধারণত আলুর বীজ বপন করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে আলুর ফলন এবারে বেশ। তাই উত্তরপ্রদেশ থেকে আমদানি করতে হচ্ছে আলু। একইসঙ্গে পেট্রল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জন্য বেড়েছে পরিবহণ খরচ। এছাড়াও হিম ঘরগুলি বন্ধ থাকাকেও আলুর মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে টাস্ক ফোর্সের নজরদারিও চলছে সমান তালে। কিন্তু এতো কিছু সত্ত্বেও লাগাম পরানো যাচ্ছে না আলুর দামে। এখন প্রশাসনের তরফ থেকে আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেওয়া হয় কিনা আর কবেই বা আলুর অগ্নিমূল্যের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব সেদিকেই তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী।