Prime
Daily
আলুর চিপস বিক্রি করছে গুগল! বিজ্ঞাপনে মজেছে নেট মাধ্যম
By sanchitabpn21 | September 17, 2021
Daily
গুগলের আলুর চিপস? এও সম্ভব? আপনি, আমি না মানলেও, ভাইরাল বিজ্ঞাপন কিন্তু তাই বলছে। একেবারে নিজসস্ব আলুর চিপস তৈরি করেছে এই টেক জায়েন্ট সংস্থা। বিক্রি হচ্ছে জাপানে।
ইউটিউবে লঞ্চ হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন তরুণী চিপসের প্যাকেটটি একেবারে মোবাইল হ্যান্ডসেটের মতই ব্যবহার করছেন। সেলফিও নিচ্ছেন আবার চার্জার দিয়ে চার্জও দিচ্ছেন। নেটিজেনদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, গুগলের হঠাৎ এমন অফবিট ব্যবসার ভাবনা কেন?
সিইও সুন্দর পিচাই বলছেন, গুগলের পিক্সেল ৬ সিরিজের ফোনে সংস্থার নিজস্ব টেনসর চিপ রয়েছে। এই ফোনে নতুন এবং অভিনব চিপসেট থাকার কারণেই তার প্রোমোশনের জন্য অরিজিনাল এবং এক্সক্লুসিভ আলুর চিপস তৈরি করেছে সংস্থা। বিজ্ঞাপনে কিন্তু বেজায় খুশি নেটিজেনরা।
ব্যুরো রিপোর্ট