Daily

বি পি এন ডেস্ক : গত কয়েকদিন ধরে বাঁকুড়ার বড়জোড়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৫০ থেকে ৬০ টি বুনো হাতির একটি দল । সন্ধ্যা হলেই হাতি জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করছে । পাশাপাশি জঙ্গল লাগোয়া কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করছে । ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের । ভৈরবপুর , বৃন্দাবনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে বিঘার পর বিঘা আলু জমি হাতির উপদ্রবে নষ্ট হয়েছে পাশাপাশি বোরো ধান লাগানোর জন্য ধানের যে বীজ তৈরী করা হয়েছিল তারও ব্যাপক ক্ষতি হয়েছে । এছাড়াও রোপণ করা ধানেরও ক্ষতি হয়েছে ।
সন্ধ্যা হলেই সাধারণ মানুষদের গৃহবন্দী হতে হচ্ছে হাতির আতঙ্কে বাড়ির বাইরে কেউ বের হতে পারছেন না । উদয় ঘোষ নামে এক স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক বলেন , রাত হলেই আমাদের আতঙ্কে থাকতে হয় কখন হাতি গ্রামে ঢুকে পড়ে । ঘরবাড়ি ভাঙার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি করছে দলটি । বনদপ্তরের গাফিলতির কারণেই ক্ষতি হচ্ছে বলে তিনি জানান । শ্রীধর মন্ডল নামে অপর এক ক্ষতিগ্রস্ত কৃষক আবার ফসলের ক্ষতি পূরণ সঠিকভাবে পাচ্ছে না বলেও জানান । তিনি বলেন ফর্ম ফিলাপ করছি কিন্তু টাকা ঢুকছে না আবার অনেক সময় ফর্ম জমা করতে গেলে তারা বলছেন ডেট পেরিয়ে গেছে । সব মিলিয়ে তাদের এই দুর্দশার জন্য বনদপ্তরের গাফিলতিকেই তিনি দায়ী করেন ।