Jobs

পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের গ্রামীণ সার্কেলে ডাকবিভাগে বিপুল পরিমাণ লোক নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, গ্রামীণ ডাক সেবকে নেওয়া হতে পারে ৪০ হাজার ৮৮৯ জনকে। তার মধ্যে পশ্চিমবঙ্গে নেওয়া হবে ২,১২৭ জন। ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক এই তিনটি ক্যাটেগরিতে লোক নেওয়া হবে। এখানেই বলে রাখি, প্রার্থী বাছাই করা হবে মেধার নিরিখে।
অঙ্ক এবং ইংলিশে পাশ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবেন। উচ্চশিক্ষা করা থাকলে এই কাজের জন্য বাড়তি কোন গুরুত্ব দেওয়া হবে না। একইসঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকাটা বাধ্যতামূলক। ইচ্ছুকপ্রার্থীর বয়স হতে হবে ১৬/০২/২০২৩ এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সে ছাড় পাবেন তফশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীরা। তফশিলিদের জন্য বয়সে ছাড় রয়েছে ৫ বছর, ওবিসিদের জন্য রয়েছে ৩ বছর এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে ১০ বছর। এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থী যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চাইবেন, তাঁকে কিন্তু সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে। একইসঙ্গে ডিক্লারেশন দেবার জন্য পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হতে হবে। স্থানীয়ভাষায় দখল থাকতে হবে পুরোটা। সঙ্গে সাইকেল, স্কুটি বা বাইক চালানোর মত দু’চাকার প্রশিক্ষণ থাকাটাও জরুরি।
দরখাস্ত করতে হলে আপনি পাঁচটি পোস্ট অফিসের নাম প্রেফারেন্সে রাখতে পারবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ ফেব্রুয়ারির মধ্যে। থাকতে হবে বৈধ মোবাইল নম্বর, বৈধ মেল আইডি এবং আধার কার্ড। দরখাস্ত জানাতে পারেনঃ www.indiapostgdsonline.gov.in –এ। ফর্ম এডিট করা বা সংশোধন করা সম্ভব হবে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমেও টাকা জমা দিতে পারেন। যদিও তফশিলি, প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোন পরীক্ষা ফি লাগবে না। বিস্তারিত জানার জন্য নজর রাখুন ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ